বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শোক প্রকাশ জাতীয় ক্রিকেটারদের
বাংলাদেশে মাসব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকারবিরোধী আন্দোলনে কয়েক শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তা বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। এতে বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলন বাধাগ্রস্ত হয়েছে। এমনকি পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।
মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দলের বিমানে ওঠার কথা থাকলেও তা পিছিয়ে যায় অন্তত ৪৮ ঘণ্টা। কবে সেই সফর হবে সেটিও নিশ্চিতভাবে জানাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সব শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা বুধবার অনুশীলনে নেমেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
অনুশীলন শুরুর আগে দেশের অস্থিতিশীল পরিবেশে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন ও প্রার্থনা করা হয়। এ ছাড়া নিশ্চিত হয়েছে পাকিস্তান সফরে যাচ্ছে ‘এ’ দল। তবে সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সমঝোতায় নির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১০ আগস্ট প্রথম ৪ দিনের ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটি এখন ১৩ আগস্ট মাঠে গড়াবে। শনিবার সফরে যাবে ‘এ’ দল।
ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প সময়মতো হতে পারেনি। নির্ধারিত সূচি বাধাগ্রস্ত হয়েছে। ২ দিন স্কিল ক্যাম্প থাকলেও সেটি হয়নি। গত শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটারদের রানিং ছিল। সেটিও বৈরী আবহাওয়ার জন্য হয়নি। এমনকি ৬ আগস্ট নির্ধারিত ফ্লাইটও বাতিল হয় বাংলাদেশ ‘এ’ দলের। তাই পিসিবির সঙ্গে বিষয়টি নিয়ে বিসিবি থেকে আলোচনা করা হয়।
পূর্বনির্ধারিত ১০ আগস্ট প্রথম ৪ দিনের ম্যাচ এবং ১৭ আগস্ট দ্বিতীয় ৪ দিনের ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল ‘এ’ দলের। আর ২৩, ২৫ ও ২৭ আগস্ট ৩টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ‘এ’ দল যেহেতু দেশের পরিস্থিতিতে সময়মতো উঠতে পারেনি ফ্লাইটে, তাই এখন সূচিতে এসেছে বদল। দুই বোর্ডের আলোচনা সাপেক্ষে ৩ দিন পিছিয়েছে প্রথম ম্যাচটি এবং বাকিগুলোও সেই অনুসারে পুনর্নির্ধারণ করা হয়েছে।
১০ আগস্ট ইসলামাবাদ পৌঁছাবে বাংলাদেশ ‘এ’ দল। আর ১৩-১৬ আগস্ট প্রথম ৪ দিনের ম্যাচ, ২০-২৩ আগস্ট দ্বিতীয় ৪ দিনের ম্যাচ এবং ২৬, ২৮ ও ৩০ আগস্ট ৩টি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ম্যাচই আগের মতোই ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
এই সফর উপলক্ষে ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন বুধবার। সকালের এই অনুশীলনে অবশ্য ‘এ’ দলের বাইরের ক্রিকেটাররাও যোগ দিয়েছেন। এর মধ্যে ডানহাতি পেসার তাসকিন আহমেদ অন্যতম। তাকে যতটা সম্ভব অনুশীলন করাতে চায় বিসিবি। ক্রিকেটারদের অনুশীলন নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেছেন, ‘দেশের এই অবস্থায় আমাদের অনুশীলন শুরু করাটা চিন্তার কারণ ছিল। আমরা শুরু করতে পেরেছি।
দেশের পরিস্থিতির কারণে আমাদের সুযোগ-সুবিধার কি অবস্থা সেটা আমরা বুঝতে পারছিলাম না। গ্রাউন্ডসম্যানরা কাজ করতে পারছিল না। আজ এসে আমরা দেখেছি আমাদের মাঠ গ্রাউন্ডসম্যানরা ঠিক রেখেছে। আমরা এ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। আশা করছি আগামীকাল (আজ) আমরা জাতীয় দলের অনুশীলন শুরু করতে পারব।’ আরও ২ দিন অনুশীলন করে শনিবার পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগ করবেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।