ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বরিশাল

প্রকাশিত: ২১:৫১, ১ মার্চ ২০২৪

শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বরিশাল

উড়ন্ত সূচনা ফরচুন বরিশালের। ছবি: সংগৃহীত

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল ফরচুন বরিশাল। দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতে ওপর দাঁড়িয়ে এগোচ্ছেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। প্রথমবারের মতো শিরোপা ছোঁয়ার পথে এগোচ্ছে ফরচুন বরিশাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.২ ওভারে বরিশালের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৭৬ রান যোগ করে দলকে শক্ত ভিত গড়ে দেন তারা। ২৬ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরেন তামিম ইকবাল।

তামিমের ফেরার পর অবশ্য বেশিক্ষণ আর টিকতে পারেননি মিরাজ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৬ বলে ২৯ রান।

দুই ওপেনার ফেরার পর দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্স। মুশফিক অপরাজিত আছেন ৬ রান করে। আর মেয়ার্সের সংগ্রহ ২১ রান।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন অঙ্কন।

এসআর

×