ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

পাকিস্তানকে সেমিতে দেখছেন না যুবরাজ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৫, ১ অক্টোবর ২০২৩

পাকিস্তানকে সেমিতে দেখছেন না যুবরাজ

যুবরাজ সিংও

বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে অনেক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভাবনায় থাকা দলগুলোর নাম প্রকাশ করেছেন। সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংও নিজের পছন্দের পাঁচটি দল বেছে নিয়েছেন। সবচেয়ে চমক জাগানিয়া হচ্ছে। যুবরাজের সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় নেই পাকিস্তান। তিনি মনে করেন অস্ট্রেলিয়া ও ভারত অবশ্যই  সেমিফাইনালে খেলবে। সেই সঙ্গে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সঙ্গে সাউথ আফ্রিকারও সেরা চারে খেলার সুযোগ আছে বলে মনে করেন তিনি।
‘অবশ্যই ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালে থাকবে। আমি এখানে পাঁচটি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করব। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমার মনে হয় সাউথ আফ্রিকার পাওনা আছে। সাদা বলে তাদের একটি ট্রফি দরকার।’ বলেন যুবি।

এদিকে বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেয়েছে ভারত। আসর থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল। তার বদলি হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে নেয়া হয়েছে। তবে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ মনে করেন অক্ষরের সঠিক বিকল্প হতে পারতেন আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর। তার ভাষ্য, ‘অক্ষর না থাকায় আমাদের একটু অপেক্ষা করে দেখা উচিত ছিল সাত নম্বরে কে ব্যাট করতে পারে। আমার মনে হয়, যদি অক্ষরের জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলত তবে ভারত আরেকজন বাঁহাতি পেত। তবে দুর্ভাগ্যজনকভাবে তাকে নেওয়া হয়নি, একইভাবে যুবেন্দ্র চাহালকেও নেওয়া হয়নি। এ ছাড়া আমার কাছে দলের সমন্বয় ভালোই মনে হচ্ছে।’ ফর্মের তুঙ্গে থাকা ওপেনার শুবমান গিলের পারফর্ম্যান্স প্রশংসা করেছেন যুবরাজ।

তার চোখে এখনই তারকা এই ভারতীয় ওপেনার। তিনি বলেন, ‘সে ভবিষ্যতের তারকা নয়, সে এখনই তারকা। এ মুহূর্তে সে ভয়ডরহীন।  সে দারুণ ছন্দেও আছে। সে ম্যাচ বদলে দিতে পারে। যে কোনো বাধা ভেঙে দিতে পারে। আর যদি কেউ ভয়ডরহীন হয় এবং ভালো ছন্দে থাকেন তবে সে ভারতকে ম্যাচ জেতাতে পারবে। এটাই আমি তার কাছ থেকে পাওয়ার আশা করছি।’

×