ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিশ্বকাপের আগে বিশ্ব ক্রিকেটে ইনজুরির থাবা

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপের আগে বিশ্ব ক্রিকেটে ইনজুরির থাবা

ঘনিয়ে আসছে বিশ্বকাপ

ঘনিয়ে আসছে বিশ্বকাপ। আর মাত্র এক সপ্তাহ। ভারতে আগামী ৫ অক্টোবর শুরু বিশ্ব ক্রিকেটে শ্রেষ্ঠত্বের এ আসর। ভারতের সাফল্যের মধ্য দিয়ে সম্প্রতি শেষ হয়েছে এশিয়া কাপ। বিশ্বকাপের ঠিক আগে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে অনেক দলই দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করে। এর মধ্যেই আসতে থাকে একের পর এক দুঃসংবাদ। ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অনেক তারকা। অনেক তারকাকে আবার ঝুঁকি নিয়েও দলের সঙ্গে রাখা হয়েছে। ছিটকে যাওয়া তালিকায় বড় নাম অবশ্যই পাকিস্তান পেসার নাসিম শাহ, আছেন বাংলাদেশের এবাদত হোসেন, ইংল্যান্ডের জেসন রয়, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডসহ আরও অনেকে।

শেষ মুহূর্তে এই তালিকায় যুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার এনরখি নরকিয়া ও সিসান্দা মাগালা। শঙ্কায় থাকা ক্রিকেটারদের সংখ্যাও কম নয়। শ্রীলঙ্কান ট্র্যাম্প কার্ড ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ঘিরেও রয়েছে ঘোর সংশয়, অনিশ্চয়তায় থাকা দলটির অপর দুই তারকা মাহিশ থিকসানা ও দুশমন্থ চামিরা, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, ফিন অ্যালেনসহ আরও অনেকেই। হ্যাঁ ইনজুরি-অঘটনে কারও হাত নেই। তবে এটা অনস্বীকার্য যে, বিশ্বব্যাপী ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ, দিপক্ষীয় সিরিজ আর একের পর এক টুর্নামেন্ট এই পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলগুলো তাদের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে।      
বিশ্বকাপে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের তারকা পেসার এবাদত হোসেনের; কিন্তু ইনজুরি তাকে আট মাসের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে। হাঁটুতে অস্ত্রোপচার করা হলেও পেশাদার ক্রিকেটে ফিরতে লম্বা সময় পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে। চোট থেকে ফিরে ছন্দে ফেরার অপেক্ষায় দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ওদিকে কাঁধের চোটের কারণে বিশ্বকাপ মিস করবেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। এশিয়া কাপে পড়া সাইড স্ট্রেনের ইনজুরির কারণে আরেক তারকা হারিস রউফকেও নিয়েও রয়েছে শঙ্কা। ব্যাটিং করতে গিয়ে চোখের নিচে আঘাত পাওয়ায় বিশ্বকাপ খেলা হচ্ছে না আগা সালমানের। এছাড়া ওপেনার ইমাম-উল-হকের পিঠে ব্যথা রয়েছে।

তবে আশা করা যায় তিনি ফিট হয়ে যাবেন। ইনজুরি সবচেয়ে বেশি বিপদে রেখেছে শ্রীলঙ্কাকে। হ্যামস্ট্রিং চোটে এশিয়া কাপ মিস করা তারকা লেগস্পিনার হাসারঙ্গাকে পাওয়ার আশায় তার দল। এশিয়া কাপে হ্যামস্ট্রিংয়ের চোট পান আরেক তারকা অফস্পিনার মাহিশ থিকসানা। অবশ্য লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে আগামী মাসের শুরুর দিকে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। চোটে আছেন দুশমন্ত চামিরা ও দিলশান মাধুশাঙ্কাও।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও বিশ্বকাপের আগে পেয়েছে বড় দুঃসংবাদ। পিঠের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ইংলিশদের মারকুটে ওপেনার জেসন রয়। অথচ এই বিশ্বকাপের পরই তার আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরে যাওয়ার কথা ছিল। রয়ের পরিবর্তে সুযোগ মিলছে হ্যারি ব্রুকের। এদিকে সর্বশেষ অ্যাশেজ টেস্ট ও নিউজিল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েছেন অলরাউন্ডার বেন স্টোকস ও ক্রিস ওকস, স্পিনার আদিল রশিদ ও পেসার মার্ক উড। তবে তাদের সবারই বিশ্বকাপে ফেরার কথা জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ওদিকে বুড়ো আঙুলের হাড় ভেঙেছে নিউজিল্যান্ড পেসার টিম সাউদির। পরীক্ষা-নিরীক্ষা করে তার বিষয়ে আপডেট জানানোর কথা বলেছে টিম ম্যানেজমেন্ট। হাঁটুতে চোট পাওয়া গত বিশ্বকাপের রার্নাসআপ কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া যাবে কিনা, তা নিয়েও রয়েছে শঙ্কা। এছাড়া আঙুলের চোট নিয়ে মাঠের বাইরে আছেন অপর দুই তারকা ড্যারেল মিচেল ও ফিন এলেন। তবে বিশ্বকাপের মঞ্চে দুইজনেরই ফেরার আশা রয়েছে। স্বভাবতই দ্বিতীয়সারির দল নিয়ে বাংলাদেশে আসে নিউজিল্যান্ড। 
বিশ্বকাপ শুরুর আগে জোরালো আঘাত লাগে দক্ষিণ আফ্রিকার। চোটে ছিটকে যান এনরিখ নরকিয়া ও পেস বোলিং অলরাউন্ডার সিসান্দা মাগালা। এতে বোলিং আক্রমণের শক্তি নিয়ে শঙ্কায় পড়ল প্রোটিয়ারা। বিশ্বকাপের জন্য কিছুদিন আগে ঘোষিত প্রাথমিক দলে ছিলেন দুজন। হালনাগাদকৃত স্কোয়াডে তাদের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার লিজাড উইলিয়ামস ও পেস বোলিং অলরাউন্ডার আন্দিল ফেলুকওয়ায়ো। পিঠের চোটে ভুগছিলেন ২৯ বছর বয়সী গতিতারকা নরকিয়া। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২’ ব্যবধানে জেতা সিরিজের শেষ তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি। বিশ্বকাপে তাকে না পাওয়ায় ভীষণ ভুগতে হতে পারে প্রোটিয়াদের। ৩২ বছর বয়সী মাগালাকে লড়াই করতে হচ্ছে হাঁটুর চোটের সঙ্গে। ফেলুকওয়ায়ো দক্ষিণ আফ্রিকার হয়ে ৭৬ ওয়ানডে খেলেছেন। ২০১৬ সালে অভিষেকের পর কখনোই একাদশে নিয়মিত হতে পারেননি। বোলিংয়ে ভ্যারিয়েশন ও ব্যাটিংয়ে দ্রুত রান তোলার জন্য পরিচিত তিনি।  

ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে প্রোটিয়ারা নিজেদের প্রথম ম্যাচটি খেলবে আগামী ৭ অক্টোবর। সেদিন দিল্লিতে তারা মোকাবিলা করবে ইনজুরি জর্জর আরেদ দল শ্রীলঙ্কাকে। চারবার সেমিফাইনাল খেললেও বিশ্বকাপের শিরোপা এখনো অধরাই রয়ে গেছে তাদের। উইলিয়ামসন ও হাসারাঙ্গার কথা একটু আলাদা করে বলতে হবে। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক, সঙ্গে সময়ের অন্যতম সেরা ব্যাটার উইলিয়ামসন। গত বিশ্বকাপে তিনিই ছিলেন টুর্নামেন্ট সেরা। তবে এ বছরের শুরুর দিকে আইপিএলে পাওয়া চোট তাকে মাঠের বাইরে ছিটকে দেয়। হাঁটুর সেই চোটে অস্ত্রোপচারের টেবিলেও যেতে হয়েছে তাকে। সেই থেকেই তার বিশ্বকাপ খেলা নিয়ে চলছিল শঙ্কা। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।

শেষ পর্যন্ত পুরোপুরি ফিট না হলেও উইলিয়ামসনকে অধিনায়ক করেই বিশ্বকাপের দল ঘোষণা করে কিউইরা। দলটির প্রধান কোচ গ্যারি স্টিড আগেই জানিয়েছিলেন, দলে ফিরতে হলে কেন উইলিয়ামসনকে ১০০ শতাংশ ফিট প্রমাণ করতে হবে। তা হলে মিলবে দলে ফেরার সবুজ সংকেত। আর বিশ্বকাপে শ্রীলঙ্কার ট্রাম্পকার্ড হাসারাঙ্গা। এশিয়া কাপের ঠিক আগে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ২৬ বছর বয়সি লেগস্পিনার। সেখানেও দুর্দান্ত পারমর্ফ করেন। বিশ্বকাপে তাকে পুরো ফিট অবস্থায় পাওয়ার আশায় ছিল লঙ্কান ম্যানেজমেন্ট। ৪৮ ওয়ানডের ক্যারিয়ারে এ পর্যন্ত ৬৭ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। ৫৮টি টি২০তে তার শিকার ৯১ উইকেট। লেগস্পিনের সঙ্গে টেল-এন্ডে ব্যাট হাতেও দারুণ কার্যকর তিনি।

শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে না পারলে শ্রীলঙ্কার জন্য সেটি হবে বড় ধাক্কা। এমনিতে ইনজুরির কারণে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার এশিয়া কাপে খেলতে পারেননি। ফাইনালে ওঠার আগে ছিটকে যান আরেক তারকা স্পিনার মাহিশ থিকসানা। সব মিলিয়ে বড় বিপাকে পড়ে লঙ্কান বোর্ড। ভারতের মাটিতে সাধারণত সুবিধা পায় স্পিনাররা। সেক্ষেত্রে দাসুন শানাকার দলের ট্রাম্পকার্ড ছিলেন হাসারাঙ্গা। তার বিশ্বকাপ থেকে ছিটকে হওয়া শ্রীলঙ্কার জন্য বিরাট বড় ধাক্কা। লঙ্কা প্রিমিয়ার লিগে চোট পেয়েছিলেন। এশিয়া কাপে খেলতে পারেননি। মনে করা হয়েছিল, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরবেন হাসারাঙ্গা। কিন্তু রিহ্যাব চলাকালীন আবার চোট পেলেন। যার ফলে বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনায় বড় ধাক্কা খেল। চোটের জন্য বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে অনিশ্চিত মহেশ থিকসানা এবং দুষ্মন্ত চামিরা।

তারওপর হাসারাঙ্গাকে না পেলে শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে কার্যত দুর্বল করবে। আইপিএল খেলার সুবাদে ভারতের পিচে খেলতে অভ্যস্ত লঙ্কার স্পিনার অলরাউন্ডার। তাই তাকে কেন্দ্র করেই স্বপ্ন দেখছিলেন শানাকারা। আগামী ৫ অক্টোবর ১০ দলের অংশগ্রহণে ভারতের আহমেদাবাদে পর্দা উঠবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৯ নভেম্বর একই ভেন্যুতে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর।

×