ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বিশ্বকাপের দল ঘোষণা, নেই তামিম

প্রকাশিত: ২০:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ২১:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বিশ্বকাপের দল ঘোষণা, নেই তামিম

তামিম ইকবাল। ছবি: ইএসপিএন

অবশেষে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার বদলে ওপেনিং পজিশনে সুযোগ মিলেছে আরেক তামিম-তানজিদ হাসানের।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসর।

১৫ সদস্যের দলে পেসার আছেন ৫ জন। তারা হলেন- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান তামিম।

এছাড়া বিশ্বকাপ দলে লিটন দাসের বদলে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। আগামীকাল বুধবার বিকেলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল। ২৯ সেপ্টেম্বর গৌহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা। এই ভেন্যুতে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার পর দল যাবে প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায়। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ।

বাংলাদেশের বিশ্বকাপ দল: তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব।

এসআর

×