ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৯০’র দশকের পুরনো বিয়ের কাবিননামা তুলবেন যেভাবে!

প্রকাশিত: ০৯:৫৫, ২১ এপ্রিল ২০২৫

৯০’র দশকের পুরনো বিয়ের কাবিননামা তুলবেন যেভাবে!

বিয়ের কাবিননামা অনেকের হাতেই নেই। বিশেষ করে যাদের বিয়ে হয়েছে ৯০’র দশকের আগে, তারা অনেক সময়ই কাবিননামা সংগ্রহ করেননি বা প্রয়োজন মনে করেননি। তবে বর্তমানে লিগ্যাল কোনও জটিলতা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে কাবিননামার কপি প্রয়োজন হতে পারে। তখন প্রশ্ন ওঠে-পুরনো সেই কাবিননামা এখন কীভাবে সংগ্রহ করবেন?

এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনজুমান আরা (লিমা)।


তিনি বলেন,“আপনার বিয়ে হয়েছে ৯০ দশকের আগে। আপনি অনেক বছর ধরে সংসার করছেন, কখনও আর কাবিননামা আপনার তোলা হয়নি। এটার দরকারও আপনার হয়নি। এখন যে কোনও লিগ্যাল ইস্যু বা যে কোনও কাজে আপনার আসলে কাবিননামা দরকার। 
কিন্তু যেটা আপনার সংগ্রহে নেই বা আপনি হয়তো কোনওদিন তোলেননি, তাহলে সে ক্ষেত্রে আবেদনেই কাবিনের কপিটা কীভাবে সংগ্রহ করবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন-এ বিষয়ে আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে যে আপনার বিয়েটা কোন তারিখে, কোন মাসে, কখন হয়েছিল।”


তিনি বলেন,“এটা যদি আপনার মাথায় থাকে, তাহলে সে অনুসারে আপনার যদি কোনও কারণে কাজে অফিসের ঠিকানাটা কাজি সাহেবকে মনে থাকে, তাহলে অবশ্যই সে কাজি সাহেবের স্পেসিফিক ঠিকানা বা ওনার যে কাজে অফিস, সেখানে আপনি যোগাযোগ করলে ওখান থেকে কিছু ইনফরমেশন আপনি পাবেন এবং বাদামের বইয়ের যে রেজিস্ট্রি খাতা, সেটা নাম্বারটা হয়তো আপনি জোগাড় করতে পারবেন।”


ব্যারিস্টার আনজুমান আরা (লিমা) আরও বলেন,“আর যদি এমন হয়, কাজি সাহেব মারা গেছেন, ওনার অফিসের ঠিকানা চেঞ্জ হয়ে গেছে, তো ওনার কোনও ক্লু আপনি খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনার বিয়ের তারিখ, ক্ষণ, সময়-আপনার সব মনে আছে, তাহলে আপনি অবশ্যই আপনার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার যে আছে এবং এটা নিয়ম যে, একটা ডিস্ট্রিক্টে যতগুলো কাজি আছে, তাঁদের সব বললাম খাতাগুলো,কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লিপিবদ্ধ বা সংগ্রহ করা থাকে।”

তিনি বলেন,“ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি যদি আপনার দরকারটা বুঝিয়ে তাদেরকে একটা অ্যাপ্লিকেশন করেন এবং এখানে যদি আপনি কমিউনিকেশনটা করেন, তাহলে ওখান থেকে কিন্তু আপনি নতুন করে কাজের কাজি সাহেবের কাছে কপিটা আপনি পেতেন-সেটাও কিন্তু এখানে গিয়ে আপনি একটা সার্টিফাইড নকল কপি ওখান থেকে সংগ্রহ করতে পারবেন।”

উল্লেখ্য, বর্তমানে বিয়ের কাবিননামা অনেক লিগ্যাল ও ব্যক্তিগত প্রক্রিয়ার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। তাই পুরনো হলেও কাবিননামা সংগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


সূত্র:https://tinyurl.com/438wr2j4

আফরোজা

×