ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

ইতিহাসের সাক্ষী

২০২৪ এর বাংলাদেশ

উত্তম চক্রবর্তী

প্রকাশিত: ২১:২৪, ৩১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:৩১, ৩১ ডিসেম্বর ২০২৪

২০২৪ এর বাংলাদেশ

সময় যেন এক প্রবহমান মহাসমুদ্র

সময় যেন এক প্রবহমান মহাসমুদ্র। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি থেকে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে আরও একটি বছর। তবে ঘটনাবহুল বিদায়ী ২০২৪ সালকে দেশের মানুষের মনে থাকবে দীর্ঘ সময়। কারণ  দেশের ইতিহাসের অনেক কিছুই বদলে দিয়েছে বিদায়ী বছরটি। ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভার। তবে, শেই মেয়াদ আর পূর্ণ করতে পারেননি তিনি।

প্রবল গণআন্দোলনের মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়েই পালাতে হয় তাঁকে। স্বাধীনতার পরে এ অন্যরকম ইতিহাসের সাক্ষী হয় বাংলাদেশ। এই ঘটনা যেমন বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন করে দিয়েছে, তেমনি বছরজুড়ে আলোচনায় ছিল আরও নানা ঘটনা। 
বিদায়ী বছরের আলোচিত ৫ আগস্ট বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশের পর উল্লাসে রাজপথে নেমে আসেন ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়া হাজার হাজার মানুষের সমাবেশ বেলা আড়াইটার দিকে যাত্রা করে গণভবনের দিকে। এরপর জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
৩৬ দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে শুরু হওয়া আন্দোলন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ লাভ করে। শুরু হয় নতুন সরকারের যাত্রা। প্রচ- ক্ষমতাধর শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের এই পতন কিন্তু হুট করেই হয়নি। এটা ছিল দীর্ঘদিনের অপশাসনের ফল। যার সমাপ্তি ঘটে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। 
২০২৪ সালের যত বিতর্ক ॥ ২০২৪ সালটা শুরুই হয় বিতর্ক দিয়ে। বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন। ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের অন্য তিনজনের প্রত্যেককে ঢাকার শ্রম আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদ- দেন এবং পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে এক মাসের জামিন দেন। অবশ্য উচ্চ আদালতে শ্রম আদালতের রায়কে খারিজ হয়ে যায়। 
এরপর নতুন মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী বছরের শুরুতে পাঠ্যবই নিয়ে তোপের মুখে পড়েন। জানুয়ারির ১৯ তারিখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক এক অনুষ্ঠানে সপ্তম শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বইয়ে ‘শরীফার গল্প’ শিরোনামের লেখা বইয়ের পাতা ছিঁড়ে ফেলার পর সারাদেশে শুরু হয় বিতর্ক। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চাকরিচ্যুত করা হয় ওই শিক্ষককে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের আন্দোলন গড়ায় রাজপথে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের ফটক আটকে শিক্ষকের পক্ষে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে নতুন কারিকুলামে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ অধ্যায়ের শরীফা শিরোনামের গল্প নিয়ে উদ্ভূত আলোচনার পরিপ্রেক্ষিতে উক্ত বিষয়ে আরও গভীরভাবে পর্যালোচনা করে এনিসিটিবিকে সহায়তা করার জন্য পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।
বছরের শুরুতেই বিরোধী দলের বর্জনের মুখে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিরোধী দলগুলোর বয়কটের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবার নির্বাচনে জয়লাভ করে। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পায়।

জাতীয় পার্টি ও বেশ কয়েক স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। ৯ জানুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয় এবং অবশেষে ১০ জানুয়ারি জয়ী সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। রেকর্ডসংখ্যক স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন বাঘা বাঘা নেতাদের পরাজিত করে। 
বেইলি রোডে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ॥ ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া আরও ৭৫ জন বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার হন। গ্রিন কোজি নামক বহুতল ভবনে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ভবনটিতে একাধিক রেস্তোরাঁ ও দোকান ছিল, যার মধ্যে কাচ্চি ভাই রেস্তোরাঁ, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইল্লিয়িন, খানাস ও পিৎজা ইন উল্লেখযোগ্য।
২০২৪ সালের ১২ মার্চ এমভি আব্দুল্লাহ নামের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহাজে ২৩ জন বাংলাদেশী নাবিক ছিলেন যাদের জিম্মি করেছিল সোমলিয়ান জলদস্যুরা। ১৫ এপ্রিল, ২০২৪ সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ছাড়া পায় এমভি আব্দুল্লাহ। ১৬ মে, ২০২৪ ফোর্বস ম্যাগাজিনের ফোর্বস ‘৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া’তে স্থান পান নয় বাংলাদেশী। এই তালিকায় এশিয়ার ৩০ বছরের নিচের ৩০০ জনের নাম প্রকাশ করা হয়েছে। এতে জায়গা করে নিয়েছেন ৯ বাংলাদেশী, যাদের কেউ তরুণ উদ্যোক্তা, সাংবাদিক, নেতা ও আবিষ্কারক।

এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ ॥ ২০২৪-এর ২২ মে ভারতের কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার হয়। ভারতে চিকিৎসার উদ্দেশে গিয়ে তিনি ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ২০ মে পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। ২২ মে সকালে কলকাতার নিউটাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে, ১৩ মে নিউটাউনের সেই বাড়িটিতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মেয়ের সঙ্গে ডিএনএ টেস্টে প্রমাণ হয় উদ্ধারকৃত শরীরের খ-িত অংশ এমপি আনোয়ারুল আজিমের। 
ঘূর্ণিঝড় রেমাল ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে। এ ঘূর্ণিঝড়ে ৭ জনের মৃত্যু হয়। ২০২৪ সালের উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম নিম্নচাপ এবং প্রথম ঘূর্ণিঝড় ছিল।
সাবেক পুলিশপ্রধান বেনজীরের পুকুরচুরি ॥ সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ। তিনি বাংলাদেশ পুলিশের ২৪তম মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন । ২০২৪ সালের এপ্রিলে দুটি গণমাধ্যমে ‘বেনজীরের ঘরে আলাদিনের চেরাগ’ এবং ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন বেনজীর আহমেদ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আহমেদের সম্পদের তদন্তের জন্য একটি কমিটি গঠন করে।

দুর্নীতি দমন কমিশন বলছে, বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এই সূত্র ধরে বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ১২ জুন আদালত বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। তার আগেই বিদেশে পালিয়ে যান বেনজীর আহমেদ। 
মতিউর রহমানের ছাগল কাণ্ড ॥ কোরবানির ঈদের সময় ১২ লাখ টাকায় ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমান। সরকারি এক কর্মকর্তার ছেলে কোরবানির জন্য ১২ লাখ টাকায় ছাগল কিনবেন এই খবরে শোরগোল পড়ে গেছে চারদিকে। নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলছেন এবং এই ঘটনার জের ধরেই মতিউর রহমানকে পদচ্যুত করা হয়।
ভারি বর্ষণে এ বছরের ৯ জুন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহার ধসে ৮ জন রোহিঙ্গাসহ ৯ জন নিহত হন। এ ঘটনায় সাত রোহিঙ্গাসহ নয়জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন স্থানীয় বাসিন্দাও ছিলেন বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।
কোটা সংস্কার আন্দোলন, শেখ হাসিনার পদত্যাগ ॥ কোটা সংস্কার আন্দোলন বা জুলাই-আগস্ট আন্দোলন অথবা ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪ সালে বাংলাদেশের সব থেকে বেশি আলোচিত বিষয়। ২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে।

শুরুতে আন্দোলন সভা-সমাবেশের মধ্যে স্থির থাকলেও ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে ‘রাজাকারের নাতিপুতি’ হিসেবে অভিহিত করেন। এর পর থেকেই কোটা আন্দোলন আরও জোরদার হয়। এ আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী (প্রায় ২১ হাজার) আহত হওয়ার পাশাপাশি আবু সাঈদ ও মীর মুগ্ধসহ ৬৭৩ জনের অধিক নিহত হন। পরিশেষে ২১ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে এবং সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। ২২ জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে।
এর পরও আন্দোলন থামেনি। শিক্ষার্থীরা এবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে রাস্তায় নামেন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের লক্ষ্যে এ আন্দোলন চালিয়ে যান তারা। কোটা সংস্কারের এক দফা দাবিতে গড়ে ওঠা ছাত্র-আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে এ আন্দোলনে অংশ নেন। তাদের পক্ষ থেকে ঘোষণা আসে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে অংশ নেন।

এমন অবস্থায় কোটার আন্দোলন থেকে এক দফা দাবি ওঠে। ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।’ পরে সারাদেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ। তিনি বলেন, ‘সরকারের পদত্যাগ না করা পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে।’
বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ কর্মসূচি ঠেকাতে ৪ আগস্ট তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। বলা হয়, সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই সঙ্গে অনির্দিষ্টকালের কার্ফুও বহাল রাখা হয়। অবশেষে তীব্র গণআন্দোলনের (এরপর ১৮ পৃষ্ঠায়) 
মুখে ৫ আগস্ট মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা, গণভবন দখলে নেন ছাত্র-জনতা। ওই দিনের অসহযোগ আন্দোলনে সরকারি নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় ঢাকাসহ সারা দেশে ৮৩ জন নিহত হন। 
৫ আগস্ট বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশের পর উল্লাসে রাজপথে নেমে আসেন ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেওয়া হাজার হাজার মানুষের সমাবেশ বেলা আড়াইটার দিকে যাত্রা করে গণভবনের দিকে। এরপর জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ৩৬ দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে শুরু হওয়া আন্দোলন ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ লাভ করে। শুরু হয় নতুন সরকারের যাত্রা।
ড. ইউনূস প্রধান উপদেষ্টা, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ ॥ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ৮ আগস্ট ফ্রান্স থেকে ফিরে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে তিনিসহ অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা শপথ গ্রহণ করেন। ক্ষমতায় এসেই তিনি রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেন এবং সেই অনুযায়ী নানা পদক্ষেপ গ্রহণ করেন। 
নানা চ্যালেঞ্জ সামনে রেখে নতুন সরকারের প্রায় দুই মাস অতিবাহিত হওয়ার পর গঠন করা হয় ছয়টি শক্তিশালী সংস্কার কমিশন। জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, সংবিধান সংস্কারসহ প্রতিটি সংস্কার কমিশনেই শিক্ষার্থীদের একজন করে প্রতিনিধি রাখা হয়। কমিশনগুলো দফায় দফায় বৈঠক করে সংস্কারের কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। নতুন বছরের জানুয়ারিতেই সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা সংস্কারের সুপারিশগুলো নিয়ে ধারাবাহিক বৈঠক করে তা চূড়ান্ত করবেন। 
তোফাজ্জল হোসেনকে গণপিটুনিতে হত্যা ॥ ক্রিকেট ম্যাচ চলাকালে ছয়টি মোবাইল চুরির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেনকে আটক করে। তাকে ফজলুল হক মুসলিম হলে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে শারীরিক নির্যাতন করা হয়। এ সময়ে তাকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে আঘাত করা হয়। কিছুক্ষণ পর তোফাজ্জলকে হলের ক্যান্টিন থেকে খাবার সরবরাহ করা হয়, কিন্তু তার খাওয়া শেষ করার পর পরই এক্সটেনশন বিল্ডিংয়ের গেস্টরুমে নিয়ে সহিংসতা চালানো হয়। শিক্ষার্থীরা হোসেনের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করে।

একটি প্রক্টর দল ঘটনাস্থলে পৌঁছলেও হোসেনের তাৎক্ষণিক মুক্তি নিশ্চিত করতে পারেনি। হোসেনের অবস্থার অবনতি হলে তাকে প্রক্টরদের কাছে হস্তান্তর করা হয়, যারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে পৌঁছলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় সামাজিক মাধ্যম ছাড়াও সারাদেশে নিন্দার ঝড় ওঠে। 
চিন্ময় কৃষ্ণ দাশ ও ইসকন প্রসঙ্গ ॥ ২০২৪ সালের ২৫ নভেম্বরে চিন্ময়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। জাতীয় পতাকার ওপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ২৬ নভেম্বর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাশের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে তার সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে।
এশিয়া কাপ শিরোপা জয় ॥ বছরটা শেষ হয় এক অন্যরকম আনন্দ দিয়ে। ভারতকে ফাইনালে হারিয়ে গত ৮ ডিসেম্বর এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

×