ঢাকায় মোবাইল হাইজ্যাকিং বেড়ে গেছে মাত্রাতিরিক্ত হারে। নগরীর প্রধান ব্যস্ত এলাকাগুলোতে এই অপরাধের ঘটনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বিশেষত, যানজটপূর্ণ সড়ক, বাজার এলাকা এবং গণপরিবহনে যাত্রীদের মোবাইল ফোন টার্গেট করে অপরাধীরা তৎপর।
হাইজ্যাকাররা সাধারণত চলন্ত বাস বা রিকশা থেকে হাত বাড়িয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আবার কখনো রাস্তায় হেঁটে চলা ব্যক্তিদের হাতে থাকা ফোন টার্গেট করে। কিছু কিছু ক্ষেত্রে মোটরসাইকেলে চড়ে দ্রুতগতিতে অপরাধীরা পালিয়ে যায়।
কারণসমূহ
১. অপরাধীদের দুঃসাহস: অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাব তাদের সাহস বাড়াচ্ছে।
২. টেকনোলজির সহজলভ্যতা: স্মার্টফোনের চাহিদা এবং কালোবাজারে এগুলোর সহজ বেচাকেনা অপরাধীদের লোভ বৃদ্ধি করছে।
৩. নগরীর ব্যস্ততা: ঢাকার অতিরিক্ত জনসংখ্যা ও যানজটের কারণে অপরাধীদের সহজেই ভিড়ের মধ্যে মিশে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
মোবাইল হারানোর পাশাপাশি অনেক ভুক্তভোগী আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ হাইজ্যাক হওয়া ফোনের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য চুরি এবং প্রতারণার ঘটনা ঘটছে।
মোবাইল হাইজ্যাকিংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ মানুষের নিরাপত্তা আরো ঝুঁকির মুখে পড়বে। এজন্য নাগরিকদের পাশাপাশি প্রশাসনকেও আরও দায়িত্বশীল হতে হবে।
জাফরান