ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

রঙ্গন মিউজিকের ১ গান ৭ নাটক

প্রকাশিত: ২২:০৬, ৭ এপ্রিল ২০২৪

রঙ্গন মিউজিকের ১ গান ৭ নাটক

মায়াবিনী নাটকে জুনায়েদ ও আইশা

ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হচ্ছে কণ্ঠশিল্পী মিলন ও মারুফা তৃষার তোকে ভালোবাসিশিরোনামের একটি গানচিত্রজামাল হোসেনের কথায় এটির সুর করেছেন মিলন নিজেইসঙ্গীত পরিচালনায় সজীব দাসএকই প্রতিষ্ঠান থেকে ঈদে সাতটি নাটকও প্রকাশ হবে বলে জানান প্রযোজক জামাল হোসেননাটকগুলো হলো- মারুফ হোসাইন সজিবের কুমিরের দরজাঅভিনয়ে- খায়রুল বাশার ও সাবিলা নূরএল আর সোহেলের তুমি আমি নিরুদ্দেশএতে অভিনয় করেছেন শাশ্বত দত্ত ও সাদিয়া আয়মান

এ নির্মাতার আরও একটি নাটক আই অ্যাম ১৮ প্ল্যাসএতে দেখা যাবে শাশ্বত দত্ত ও নওবাকেনীল আকাশের নীলাশিরোনামের একটি নাটকও ঈদে এ নির্মাতার থাকবেরাফাত মজুমদার রিংকু পরিচালিত থেমে যেতে নেইঅভিনয় করেছেন-জোবান ও আইশা খানসাইফুল হাফিজ খানের পরিচালানায় থাকছে দুটি নাটকএরমধ্যে একটি হলো মায়াবিনীএতে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী ও আইশা খানঅন্য নাটকটি হলো শুকতারা

×