.
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে জনপ্রিয় চার নির্মাতার বিশেষ চার নাটক। ঈদের আগের দিন রাত ৯টায় প্রচারিত হবে হারুন রশীদের রচনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটক ‘চাঁন রাতের মেহমান’। গল্পে দেখা যাবে- চাঁদ রাতে শহরের এক বাসায় দুই চোর, এক দম্পতি ও কাজের লোকের মধ্যে ঘটে যাওয়া হাস্যরসাত্মক ঘটনা। নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, হারুন রশীদ, রামিজ রাজু, সুষমা সরকার, শর্মিমালা ও সৈয়দ মোশাররফ।
ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে একক নাটক ‘নোয়াখালীর জামাই বরিশালের বউ’। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, আমিন আজাদ, রেশমা আহমেদ, বিনয় ভদ্র, নীলা ইসলাম প্রমুখ। রচনা ও পরিচালনা : মহিন খান।
ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক ‘আলোকিত অন্ধকার’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, নূরে কাঞ্চন, সুর্বণা মজুমদারসহ আরও অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। এটি নির্মাণ করেছেন হানিফ সংকেত। গল্পে দেখা যাবে- একটি পরিবারের বাবা-মা, সন্তান, পুত্রবধূ সবাই মিলে অত্যন্ত সুখী একটি পরিবার। পুত্রবধূর যেমন শ^শুর-শাশুড়িসহ পরিবারের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক, তেমনি পুত্রবধূকেও শ^শুরবাড়ির সবাই নিজের পরিবারের সদস্য মনে করে। আর এই হাসি-আনন্দের মধ্যেই ঘটে বিপর্যয়, নেমে আসে আলোকিত পরিবারে অন্ধকার। এসব নিয়েই গড়ে উঠেছে ‘আলোকিত অন্ধকার’ নাটকের কাহিনী।
নাটক- ঈদের ষষ্ঠ দিন রাত ১০টা ৪৫মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটক ‘চাঁদের দেশে প্রেম’। এটি রচনা ও পরিচালনা করেছেন হারুন রুশো। অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও আরও অনেকে। গল্প সংক্ষেপ : চাঁদনী (জান্নাতুল সুমাইয়া হিমি) ধনী বাবার একমাত্র মেয়ে। যার মহাকাশ গবেষণা কেন্দ্র ‘নাসা’র প্রতি প্রচুর ভালোবাসা। তাই সে তার বাবা-মার কাছে বায়না ধরেন যে, নাসায় যাবে। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়
ঈদের দিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটক ‘দূরে কোথায়’। তারেক রেজা রহমান সরকারের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাফা কবির, খায়রুল বাসার। গল্পে দেখা যাবে-মহুয়া মফস্বল শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। প্রকৃতিপ্রেমী সৃজনশীল একজন। প্রকৃতিকে অন্তরে ধারণ করে, এমন এক ছেলে শিমুলের মোহাবিষ্ট হয়ে প্রেমে পড়ে সে। মানুষের মন বিচিত্র। এজন্যই হয়তো শিমুল নতুন একজনের খোঁজ পেয়ে মহুয়াকে ছেড়ে চলে যায়। তারপর গল্প অন্য দিকে মোড় নেয়।