ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করবে গুগল

প্রকাশিত: ১৮:৩৫, ২৯ নভেম্বর ২০২৩

অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করবে গুগল

জিমেইল। ছবি: সংগৃহীত

দুই বছর ধরে নিষ্ক্রিয়- এমন সব জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করে দেয়ার ঘোষণা আগেই দিয়েছিল গুগল। সেই ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (১ ডিসেম্বর) থেকে অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করা শুরু করবে মার্কিন এই বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মে মাসে নীতিমালায় একটি সংশোধন করে গুগল জানায়, নিরাপত্তা ঝুঁকি কমাতে পুরনো অ্যাকাউন্টগুলো মুছে দেয়া হবে। 

পুরনো অ্যাকাউন্টগুলোতে সাধারণত পাসওয়ার্ড পরিবর্তন করা হয় না। অন্য নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয় না। ফলে সেগুলো ফিশিং, হ্যাকিং এবং স্পামের মতো সাইবার হামলার ঝুঁকিতে থাকে। 

যেসব অ্যাকাউন্ট তৈরির পর থেকে কখনোই ব্যবহার করা হয়নি, প্রাথমিক ধাপে সেগুলো মুছে ফেলা হবে বলে জানিয়েছে গুগুল। 
জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে গুগলের অন্য বিভিন্ন সেবাও সংযুক্ত থাকায়, এ বিষয়ে আগে থেকেই ব্যবহারকারীদের সতর্ক করে মেসেজ পাঠাতে শুরু করে গুগল। 
 
 

 

এসআর

×