মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ১৭ মে ২০২৩

মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ

ডিএসই ও সিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। বুধবার (১৭ মে) ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৭১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩২ কোটি ৩০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৪৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৩ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এমএইচ