ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গুগলের নতুন নিরাপত্তা আপডেট: পুরনো অ্যান্ড্রয়েডে চলবে না গুরুত্বপূর্ণ অ্যাপ

মো.আসাদুল্লাহ, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ০৫:৪১, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ০৫:৪২, ৩০ এপ্রিল ২০২৫

গুগলের নতুন নিরাপত্তা আপডেট: পুরনো অ্যান্ড্রয়েডে চলবে না গুরুত্বপূর্ণ অ্যাপ

ছবিঃ সংগৃহীত

গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বড় ধরনের একটি নিরাপত্তা আপডেট আনতে চলেছে, যার প্রভাব পড়বে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বড় একটি অংশের ওপর। ২০২৫ সালের মে মাস থেকে চালু হতে যাওয়া এই আপডেটের ফলে, অ্যান্ড্রয়েড ১২ বা তার নিচের ভার্সন চালানো ডিভাইসগুলোতে অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ সঠিকভাবে কাজ নাও করতে পারে।

আজকের স্মার্টফোন শুধু কল বা মেসেজের যন্ত্র নয়—এটি ব্যাঙ্ক, অফিস, ব্যক্তিগত ডায়েরি এবং অনেকের জন্য দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী। এই বাস্তবতাকে মাথায় রেখেই গুগল মে ২০২৫ থেকে ‘প্লে ইন্টেগ্রিটি এপিআই’-এর নতুন সংস্করণ বাধ্যতামূলক করছে।

‘প্লে ইন্টেগ্রিটি এপিআই’ অ্যাপ নির্মাতাদের ডিভাইসের নিরাপত্তা যাচাই, রুট হওয়া, সন্দেহজনক সফটওয়্যার, কিংবা অ্যাপ মডিফিকেশন শনাক্ত করতে সাহায্য করবে। এটি  ডিভাইসের সর্বশেষ সিকিউরিটি আপডেটের তথ্য অ্যাপ ডেভেলপারদের জানাতে পারবে। যাতে তারা সিদ্ধান্ত নিতে পারে কোন ডিভাইসে অ্যাপটি চলবে বা কিছু ফিচার সীমিত থাকবে।

উদাহরণস্বরূপ, মোবাইল ব্যাংকিং অ্যাপ যদি সন্দেহজনক কোনো ডিভাইসে চালানো হয়, তাহলে অ্যাপটি সতর্কতা জারি করতে পারে, কিছু ফিচার বন্ধ করে দিতে পারে, এমনকি লগইনও বন্ধ করে দিতে পারে। গেমিং অ্যাপ (যেমন ফ্রি ফায়ার বা পাবজি) চিটিং টুল শনাক্ত করে ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাসপেন্ড করার মতো ব্যবস্থা নিতে পারবে।

অ্যান্ড্রয়েড অথরিটি-এর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড ১২ ও ১২এল ভার্সন এখন ‘এন্ড-অফ-লাইফ’ পর্যায়ে পৌঁছেছে। গুগল মার্চ ২০২৫ থেকে এই সংস্করণগুলোর জন্য আর কোনো নিরাপত্তা আপডেট দিচ্ছে না। অথচ গুগলের নিজস্ব পরিসংখ্যান বলছে, এখনও প্রায়  ১২-১৩ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস এই পুরনো ভার্সন চালাচ্ছে। এর মানে, প্রায় ৩৬০ মিলিয়ন (৩৬ কোটি) ব্যবহারকারী নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন।

যাদের ডিভাইস অ্যান্ড্রয়েড ১২ বা তার নিচে, তাদের দ্রুত অপারেটিং সিস্টেম আপডেট করা অথবা নতুন ও আপডেটযোগ্য ডিভাইসে স্থানান্তরিত হওয়া উচিত, কারণ মে ২০২৫ থেকে গুগলের ‘প্লে ইন্টেগ্রিটি এপিআই’ বাধ্যতামূলক হচ্ছে এবং এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার-বিশেষ করে হার্ডওয়্যার-ভিত্তিক সিকিউরিটি সিগন্যাল-শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১৩ বা তার উপরের ভার্সনে পুরোপুরি কার্যকর হবে। ফলে পুরনো ডিভাইসে অনেক অ্যাপ সঠিকভাবে কাজ নাও করতে পারে, কারণ ডেভেলপাররা নিরাপত্তা ঝুঁকির কারণে সাপোর্ট বন্ধ করে দিতে পারেন। 

ইমরান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার