
ছবি: সংগৃহীত
গুগলের ভারতীয় বংশোদ্ভূত সিইও সুন্দর পিচাইয়ের অসাধারণ সাফল্য নিয়ে অনেক কিছুই লেখা হয়েছে। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছুই জানা যায় না। তাঁর স্ত্রী অঞ্জলি পিচাইও আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন। তবে শুধু সুন্দর পিচাইয়ের স্ত্রী হিসেবেই নয়, নিজের দক্ষতা ও অবদানের মাধ্যমেও অঞ্জলি পিচাই একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। সুন্দর পিচাইয়ের পেশাগত উত্থানে তাঁর শান্ত শক্তি ও নিরলস সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শিক্ষাজীবন ও প্রারম্ভিক জীবন: রাজস্থানে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা অঞ্জলি পিচাই (কুমারী নাম: অঞ্জলি হারিয়ানী) ছিলেন একজন মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী ছাত্রী। তিনি ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করেন। সেখানেই, ক্লাসরুম আর ক্যাম্পাস জীবনের মাঝে, তাঁর পরিচয় হয় সুন্দর পিচাইয়ের সঙ্গে। কলেজ জীবনের সেই বন্ধুত্ব ধীরে ধীরে গড়ে ওঠে আজীবনের দৃঢ় সম্পর্কে, যা পরে সুন্দর পিচাইয়ের ব্যক্তিগত ও পেশাগত জীবনের এক নির্ভরযোগ্য ভিত্তি হয়ে দাঁড়ায়।
পারিবারিক পটভূমি: সুন্দর পিচাইয়ের মতো অঞ্জলি পিচাইও সাধারণ এক পরিবার থেকে এসেছেন। তাঁর বাবা ওলারাম হারিয়ানী রাজস্থানের কোটায় একজন সরকারি কর্মচারী ছিলেন। ২০১৫ সালে ৭০ বছর বয়সে পুনরায় বিয়ে করে তিনি একবার সংবাদ শিরোনামেও উঠে আসেন।
যদিও বিশ্বব্যাপী এক ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত, অঞ্জলি ও সুন্দর পিচাই তাঁদের পারিবারিক জীবনকে বেশ ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। তাঁরা বহু বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাঁদের দুই সন্তান রয়েছে— কাব্য ও কিরণ। তবে সন্তানদের গণমাধ্যম বা জনচক্ষুর বাইরে রাখার ব্যাপারে তাঁরা বরাবরই সচেতন।
শহীদ