
ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপ তাদের আসন্ন আপডেটে ভয়েস রেকর্ডিং ফিচারে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র এক ট্যাপেই ভয়েস বার্তা রেকর্ড করতে পারবেন, যা আগের তুলনায় অনেক সহজ ও দ্রুত হবে।
ডব্লিউএবেটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, কিছু বেটা পরীক্ষক যারা টেস্টফ্লাইট অ্যাপের আইওএস ২৫.১৩.১০.৭০ সংস্করণ ব্যবহার করছেন, তারা নতুন এই ফিচারটি পরীক্ষা করতে পারবেন। বর্তমানে, হোয়াটসঅ্যাপে ভয়েস বার্তা পাঠানোর দুটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতিতে মাইক্রোফোন বোতাম টিপে ধরে রাখতে হয় এবং দ্বিতীয় পদ্ধতিতে মাইক্রোফোন বোতাম টিপে ধরে রেখে উপরের দিকে স্লাইড করলে লক মোড সক্রিয় হয়।
নতুন আপডেটে, এই দুটি পদ্ধতিকে একীভূত করে ব্যবহারকারীরা কেবল একটি ট্যাপ দিয়েই ভয়েস রেকর্ডিং শুরু করতে পারবেন। এতে রেকর্ডিংয়ের সময় পজ ও রিজিউম করার সুবিধাও যুক্ত হবে, যা ব্যবহারকারীদের আরও সুবিধাজনক অভিজ্ঞতা প্রদান করবে।
এই নতুন ফিচারটি শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ হবে। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেটেড রাখলে নতুন এই সুবিধা পেতে পারবেন।
শিহাব