ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কমবে চ্যাট লিক হওয়ার আশঙ্কা

হোয়াটসঅ্যাপে এলো ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচার

মো. আসাদুল্লাহ, ডেমরা, ঢাকা:

প্রকাশিত: ০০:৪৬, ২৫ এপ্রিল ২০২৫

হোয়াটসঅ্যাপে এলো ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচার

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের চ্যাট নিরাপত্তা আরও একধাপ উন্নত করতে চালু করেছে একটি নতুন ফিচার — অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি। নতুন এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন আরও নিরাপদভাবে চ্যাট করতে পারবেন, কারণ এই ফিচারের মাধ্যমে এখন থেকে আর কোনো ব্যবহারকারী তার অনুমতি ছাড়া চ্যাট এক্সপোর্ট করতে পারবে না, এমনকি গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও নয়।

বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র পারিবারিক ও বন্ধুমহলের যোগাযোগ মাধ্যমই নয়, বরং সামাজিক, রাজনৈতিক আন্দোলন, মেডিকেল রেসকিউ ও পরিবেশ সংরক্ষণের মতো সংবেদনশীল ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। এসব ক্ষেত্রে চ্যাট লিক হওয়া বড় বিপদের কারণ হতে পারে। এই ঝুঁকি কমাতে হোয়াটসঅ্যাপের এই নতুন পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

নতুন ফিচারের মাধ্যমে শুধু চ্যাট এক্সপোর্ট ব্লক করা নয়, গ্রুপ চ্যাটে অটো-মিডিয়া ডাউনলোডও বন্ধ থাকবে। ফলে, কোনো ব্যবহারকারী বাইরে থেকে মিডিয়া ডাউনলোড করতে পারবেন না। হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন পদক্ষেপের ফলে ব্যবহারকারীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে চ্যাট করতে পারবেন, কারণ কথোপকথন আর বাইরের দুনিয়ায় চলে যাবে না।

এই ফিচারটি চালু করতে হলে ব্যবহারকারীকে নির্দিষ্ট চ্যাটে গিয়ে চ্যাটের নামের উপর ট্যাপ করে "অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি" অপশনটি নির্বাচন করতে হবে।

এছাড়া, নতুন আপডেটে মেটা এআই এর প্রভাবও কিছুটা কমানো হয়েছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, এআই চ্যাটবটের উপস্থিতি গ্রুপে অপ্রয়োজনীয় বার্তা ও স্প্যামের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। গ্রুপ আলোচনায় চ্যাটবোট-জেনারেটেড বার্তাগুলো কখনও কখনও অপ্রাসঙ্গিক এবং বিরক্তিকর হয়ে উঠছে। তবে, মেটা দাবি করেছে, এআই ফিচারটি পুরোপুরি ঐচ্ছিক এবং এটি ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাটে সরাসরি হস্তক্ষেপ করে না।

তবে ব্যবহারকারীদের এআই-চ্যাটের ডেটা, মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হওয়া নিয়ে যুক্তরাজ্যের তথ্য নিয়ন্ত্রক সংস্থা ICO উদ্বেগ প্রকাশ করেছে।

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করলেই এই ফিচারটি দেখতে পাবেন। তবে, হোয়াটসঅ্যাপ নতুন ফিচার ধাপে ধাপে চালু করে, তাই কারও কারও ক্ষেত্রে এটি সঙ্গে সঙ্গে নাও আসতে পারে। এই ক্ষেত্রে, অ্যাপ আপডেট করে কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।

এসএফ 

×