ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পানিরোধী স্মার্টফোন ‘সি৭৫এক্স’ আনলো রিয়েলমি

প্রকাশিত: ০২:০০, ২২ এপ্রিল ২০২৫

পানিরোধী স্মার্টফোন ‘সি৭৫এক্স’ আনলো রিয়েলমি

বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন স্মার্টফোন ‘সি৭৫এক্স’ উন্মোচন করেছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। তরুণ প্রজন্মের চাহিদা মাথায় রেখে বাজারে আনা এই স্মার্টফোনটি পানিরোধী, ধুলাবালি ও দুর্ঘটনাজনিত আঘাতে টেকসই করার জন্য আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ রেটিং এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পেয়েছে।

আধুনিক আর্মরশেল প্রোটেকশন-এর ফলে ফোনটি ক্ষয়ক্ষতি থেকে থাকে সুরক্ষিত। এছাড়া এই স্মার্টফোনটিই প্রথম, যা এই দামের মধ্যে আন্ডারওয়াটার ফটোগ্রাফি-এর মতো ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার সরবরাহ করছে।

স্মার্ট ফটোগ্রাফি ফিচার

ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, যা বিশেষ অপ্টিমাইজড অ্যালগরিদম দ্বারা পরিচালিত। এই ক্যামেরা দিয়ে নেওয়া যায় স্পষ্ট, উজ্জ্বল ও নিখুঁত ছবি—দিনে বা রাতে, পোট্রেট কিংবা নাইট মোডে। কম আলোতেও ক্যামেরাটি জীবন্ত মুহূর্ত ধারণে সক্ষম।

স্টাইল আর প্রযুক্তির সংমিশ্রণ

'সি৭৫এক্স' স্মার্টফোনটি এসেছে ‘কোরাল পিংক’ রঙে, যা এর ডিজাইন ও ফিনিশিংকে করে তুলেছে আরও আকর্ষণীয়। শুধুমাত্র টেকনোলজির দিক থেকে নয়, এটি স্টাইল স্টেটমেন্ট হিসেবেও প্রশংসনীয়। নিজস্বতা ও ব্যক্তিত্ব তুলে ধরতে চাওয়া ব্যবহারকারীদের জন্য এটি একটি আদর্শ স্মার্টফোন।

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ফাস্ট চার্জিং

ফোনটিতে রয়েছে ৫৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জ প্রযুক্তি। মাত্র ৫ মিনিট চার্জেই ফোনে কথা বলা যায় প্রায় ৩ ঘণ্টা। সম্পূর্ণ চার্জে ৭ ঘণ্টা গেমিং, ১৩.২ ঘণ্টা ইউটিউব ভিডিও দেখা এবং ২৪ ঘণ্টার স্ট্যান্ডবাই সুবিধা পাওয়া যায়।

উন্নত এআই অভিজ্ঞতা

এই স্মার্টফোনে যুক্ত রয়েছে গুগল জেমিনি চ্যাটবটসহ উন্নত এআই ফিচার—যেমন স্মার্ট লুপ, দ্রুত অনুসন্ধান, এবং ব্লারি ছবি স্পষ্ট করার মতো এআই ইমেজ এডিটিং সুবিধা।


রিয়েলমি ‘সি৭৫এক্স’ এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৭,৯৯৯ টাকা। এটি পাওয়া যাচ্ছে রিয়েলমির সকল অথরাইজড স্টোর ও অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মে।

এসএফ 

×