
ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েড ফোন মানেই অসীম কাস্টমাইজেশনের সুযোগ। আপনি চাইলে নিজের ফোনকে এমনভাবে সাজাতে পারেন, যেন সেটি দেখতে একেবারে আইফোনের মতো। আলাদা কোনো অপারেটিং সিস্টেম ছাড়াই শুধু কিছু অ্যাপ, থিম, ও আইকন প্যাক ব্যবহার করে সম্ভব এই রূপান্তর।
লঞ্চার ইনস্টল করে শুরু করুন রূপান্তর
আইফোনের হোম স্ক্রিনের মতো ইন্টারফেস পেতে প্লে স্টোর থেকে iOS Launcher, Nova Launcher বা Apex Launcher ইনস্টল করুন। এসব লঞ্চার অ্যাপ আপনার হোম স্ক্রিনের আইকন, লেআউট, উইজেট এমনকি ‘ডায়নামিক আইল্যান্ড’-এর মতো ফিচারও দিতে পারে।
ডিফল্ট হোম অ্যাপ হিসেবে সেট করলেই লঞ্চারটি ঠিকভাবে কাজ করবে।
থিম ও আইকন প্যাক বদলান স্টাইলের জন্য
iPhone-এর মতো লুক আনতে থিম ও আইকন প্যাক দারুণ কার্যকর। আপনি চাইলে iOS স্টাইলের অ্যাপ আইকন, ওয়ালপেপার, ফন্ট ও মেনু ডিজাইন বেছে নিতে পারেন। স্যামসাং ব্যবহারকারীরা Galaxy Themes থেকে সরাসরি আইকন পরিবর্তন করতে পারবেন। অন্য ফোনের জন্য প্লে স্টোরে অনেক বিকল্প রয়েছে।
iOS-এর মতো অ্যাপ ব্যবহার করুন নিরাপদ বিকল্প হিসেবে
iMessage-এর বিকল্প হিসেবে AirMessage, আর অ্যাপল মিউজিক তো প্লে স্টোরেই পাওয়া যায়। এছাড়া iOS স্টাইলের ক্যালকুলেটর, ঘড়ি, বা ফাইল ম্যানেজার অ্যাপও সহজলভ্য। তবে কখনোই অচেনা উৎস থেকে আইওএস অ্যাপ নামিয়ে ইনস্টল করার চেষ্টা করবেন না—এতে ম্যালওয়্যারের ঝুঁকি থাকে।
লক স্ক্রিন ও কন্ট্রোল সেন্টার ফিচারও সম্ভব
iOS 16-এর মতো লক স্ক্রিন উইজেট এখন অ্যান্ড্রয়েডে আনতে পারবেন বিভিন্ন Lock Screen অ্যাপের মাধ্যমে। একইভাবে, iOS Control Center অ্যাপ ব্যবহার করে স্ক্রিনের নিচ বা পাশে সোয়াইপ করেই পাবেন Wi-Fi, Bluetooth, Volume নিয়ন্ত্রণসহ আরও অনেক শর্টকাট।
অনেক অ্যাপে Assistive Touch অপশনও থাকে, যা আপনি ইচ্ছেমতো স্ক্রিনে স্থাপন করতে পারবেন।
সাবধানে অ্যাপ বাছাই করুন
বেশিরভাগ অ্যাপ বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিলেও কিছু ক্ষেত্রে বিজ্ঞাপন বা ইন-অ্যাপ পারচেইজ থাকতে পারে। তাই রেটিং, রিভিউ দেখে অ্যাপ বাছাই করাই ভালো।
সূত্র: https://www.androidpolice.com/make-android-look-feel-iphone/
আবীর