
ছবি: সংগৃহীত
বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং সাইবার অপরাধীদের জন্য একটি নতুন প্রতারণার ক্ষেত্রেও পরিণত হয়েছে। বিশেষ করে, হ্যাকাররা এখন এক নতুন কৌশল অবলম্বন করেছে, যার মাধ্যমে শুধু একটি ছবি ক্লিক করলেই আপনার স্মার্টফোনে ঢুকে পড়তে পারে ক্ষতিকর ম্যালওয়্যার।
সম্প্রতি ভারতের একাধিক ব্যক্তির ওপর এই নতুন ফাঁদটি প্রয়োগ করা হয়েছে, যেখানে অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠানো হয় এবং তা নিয়ে প্রশ্ন করা হয়—‘ছবিতে থাকা ব্যক্তিকে আপনি কি চিনতে পারেন?’
প্রথমদিকে সহজ মনে হলেও, বারবার ফোন আসার পর এক ব্যক্তি সেই ছবিতে ক্লিক করেন, যার পরপরই স্মার্টফোনে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়। এর ফলে, তার ফোনের সমস্ত নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা চুরি হয়ে যায়।
সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে, এই ধরনের ফাঁদে পড়া সহজ, কারণ এখানে কোনো লিঙ্ক ক্লিক, ওটিপি শেয়ার বা পাসওয়ার্ড চাওয়া হয় না। শুধু একটি ছবির মাধ্যমে সমস্ত ক্ষতি ঘটে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এসব অপরাধীদের শনাক্ত করা অত্যন্ত কঠিন, কারণ তারা ভিপিএন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন রাখে।
কীভাবে বাঁচবেন এই ফাঁদ থেকে?
- অজানা নম্বর থেকে আসা কোনো ছবি বা ভিডিও ডাউনলোড বা ওপেন করবেন না।
- হোয়াটসঅ্যাপে ‘মিডিয়া অটো ডাউনলোড’ সেটিংস বন্ধ রাখুন।
- ফোনে বিশ্বস্ত অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করুন এবং নিয়মিত আপডেট রাখুন।
- স্মার্টফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলো সর্বদা আপডেট রাখুন।
- অজানা নম্বর থেকে কোনো ফোন কল বা মেসেজ পেলে সতর্ক থাকুন।
এমন পরিস্থিতিতে, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিজেদের সতর্ক থাকা অত্যন্ত জরুরি। একমাত্র সচেতনতা এবং সাবধানতার মাধ্যমেই আমরা এই ধরনের সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকতে পারব।
এসএফ