
ছবি: সংগৃহীত।
আপনি যদি কনটেন্ট তৈরি, লেখালেখি, ডিজাইন, মার্কেটিং, ভিডিও এডিটিং কিংবা আইডিয়া জেনারেশনের মতো ডিজিটাল কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই ৫০টি ফ্রি AI টুল হতে পারে আপনার প্রতিদিনের কাজের জন্য একেবারে গেম চেঞ্জার!
এই টুলগুলো ব্যবহার করে আপনি যেমন সময় বাঁচাতে পারবেন, তেমনি কাজকে আরও পেশাদার, দ্রুত ও সহজ করতে পারবেন।
চলুন জেনে নিই কোন কোন AI টুলগুলো আপনার ডিজিটাল লাইফকে সহজ করে তুলবে:
১–১০: লেখালেখি, ডিজাইন ও ভিডিওর জন্য জনপ্রিয় AI টুল
১) ChatGPT – প্রশ্নের উত্তর, আর্টিকেল লেখা, কোড রিভিউসহ বিভিন্ন কাজে সহায়তা করে।
২) Canva AI – প্রেজেন্টেশন, পোস্টার, সোশ্যাল মিডিয়া ডিজাইন দ্রুত ও সহজে তৈরি করা যায়।
৩) Pictory – লিখিত কনটেন্টকে ভিডিওতে রূপান্তর করে।
৪) Copy.AI – বিজ্ঞাপন কপি, ইমেইল, সোশ্যাল ক্যাপশন তৈরিতে সহায়ক।
৫) Jasper – প্রফেশনাল ব্লগ বা মার্কেটিং কনটেন্ট লেখার জন্য আদর্শ।
৬) Grammarly – ইংরেজি লেখার ভুল ধরতে ও সংশোধন করতে ব্যবহৃত হয়।
৭) Quillbot – যেকোনো লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করতে সক্ষম।
৮) Synthesia – AI স্পিকার ব্যবহার করে ভিডিও তৈরি করে।
৯) Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন দ্রুত ও সহজে তৈরি করা যায়।
১০) Remove.bg – এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে।
১১–২০: ডিজিটাল আর্ট, ওয়েবসাইট ও স্লাইড তৈরির টুল
১১) Leonardo AI – ফ্যান্টাসি আর্ট ও ডিজিটাল আর্ট তৈরিতে ব্যবহৃত হয়।
১২) Durable – কয়েক সেকেন্ডেই ওয়েবসাইট তৈরি করে।
১৩) SlidesAI – লিখিত কনটেন্টকে স্লাইডে রূপ দেয়।
১৪) Runway ML – ভিডিও এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভসহ বিভিন্ন কাজে কার্যকর।
১৫) Tome – গল্পভিত্তিক ইন্টারঅ্যাকটিভ প্রেজেন্টেশন তৈরি করে।
১৬) Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখালেখিতে সহায়ক।
১৭) Krisp – কলের সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে।
১৮) Cleanup.pictures – ছবির অবাঞ্চিত অংশ মুছে দেয়।
১৯) Replika – AI-ভিত্তিক ভার্চুয়াল বন্ধু বা কথোপকথনের সঙ্গী।
২০) Soundraw – ইউনিক ও রয়্যালটি ফ্রি মিউজিক তৈরি করে।
২১–৩০: ভয়েস ও ভিডিও কনভার্সন টুল
২১) Beatoven – ভিডিওর জন্য ইমোশন-বেইজড সঙ্গীত তৈরি করে।
২২) Voicemod – ভয়েস চেঞ্জ ও ইফেক্টের জন্য ব্যবহৃত হয়।
২৩) Lumen5 – আর্টিকেল থেকে ভিডিও তৈরি করে।
২৪) Descript – ভয়েস ও ভিডিও এডিট টেক্সট দিয়ে করা যায়।
২৫) Kaiber – AI দিয়ে অ্যানিমেটেড ভিডিও তৈরি করে।
২৬) AutoDraw – হাতের আঁকা ছবিকে নিখুঁত ডিজাইনে রূপ দেয়।
২৭) ElevenLabs – বাস্তবধর্মী ভয়েস তৈরি করে।
২৮) Heygen – রিয়েলিস্টিক ফেস ও ভয়েস দিয়ে ভিডিও বানায়।
২৯) Writesonic – কনটেন্ট ও কপি রাইটিং সহজ করে।
৩০) Play.ht – লেখাকে ভয়েসে রূপান্তর করে।
৩১–৪০: স্পিচ, অনুবাদ ও SEO সহায়তা টুল
৩১) Papercup – ভিডিওর ভাষা বদল করে ডাব করে।
৩২) AI Dungeon – ইন্টারঅ্যাকটিভ গল্প লেখায় ব্যবহৃত হয়।
৩৩) TTSMaker – লেখাকে স্পিচ ফরম্যাটে রূপান্তর করে।
৩৪) Magic Eraser – ছবির নির্দিষ্ট অংশ মুছে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫) Designs.AI – ডিজাইন, লোগো ও ভিডিও তৈরি করে।
৩৬) Midjourney – টেক্সট থেকে আকর্ষণীয় ইমেজ তৈরি করে।
৩৭) TinyWow – ফাইল টুলস, পিডিএফ কনভার্টার, ইমেজ রিসাইজ ইত্যাদিতে ব্যবহৃত হয়।
৩৮) ChatPDF – PDF ফাইল পড়ে সারাংশ বা প্রশ্নের উত্তর দেয়।
৩৯) Scalenut – SEO ফ্রেন্ডলি কনটেন্ট রিসার্চ ও প্ল্যান করতে সহায়ক।
৪০) INK – AI রাইটিং ও SEO অপটিমাইজেশন একসাথে করে।
৪১–৫০: অনুবাদ, চ্যাটবট, ভয়েসওভার ও আর্ট টুল
৪১) DeepL Translator – নিখুঁত অনুবাদের জন্য জনপ্রিয়।
৪২) OpenArt – ইউনিক আর্ট ও ডিজিটাল চিত্র তৈরি করে।
৪৩) NameSnack – AI দিয়ে ব্যবসার জন্য নাম সাজেস্ট করে।
৪৪) Tidio – ওয়েবসাইটের জন্য স্মার্ট চ্যাটবট তৈরি করে।
৪৫) FormX.ai – ডকুমেন্ট থেকে তথ্য স্ক্যান করে বের করে আনে।
৪৬) Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭) Zyro AI Writer – ওয়েব কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে।
৪৮) Hugging Face – হাজারো AI মডেল ও টুলের হাব।
৪৯) Adobe Firefly – প্রফেশনাল ডিজাইন তৈরিতে সহায়ক।
৫০) Illustroke – লেখাকে SVG ইলাস্ট্রেশনে রূপ দেয়।
সায়মা ইসলাম