
ছবিঃ সংগৃহীত
স্টুডিও জিবলি-স্টাইলের স্বপ্নময় ছবির ট্রেন্ড এখন অতীত। এখন নেটদুনিয়ায় ঝড় তুলছে এক নতুন প্রবণতা—নিজের ছবি ব্যবহার করে অ্যাকশন ফিগার বানানো! আর এই পুরো কাজটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুল, চ্যাটজিপিটির মাধ্যমে।
চ্যাটজিপিটির সাহায্যে ব্যবহারকারীরা এখন নিজেদের ছবি রূপান্তর করছেন লেগো ক্যারেক্টার, দ্য সিম্পসনস স্টাইল, পিক্সার-স্টাইল পোর্ট্রেট ও অ্যাকশন ফিগারে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ট্রেন্ডে অংশ নিতে চাইলে লাগবে কেবল একটি ছবি আর কিছু কল্পনাশক্তি।
কীভাবে বানাবেন নিজের অ্যাকশন ফিগার? নিচে ধাপে ধাপে জেনে নিন—
১. প্রথমে মোবাইল অ্যাপ বা ওয়েব ব্রাউজারে www.chatgpt.com খুলুন।
২. চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীরা GPT-4o মডেল নির্বাচন করুন। ফ্রি ব্যবহারকারীরা দিনে তিনবার এই ফিচার ব্যবহার করতে পারবেন।
৩. নিজের একটি ছবি চ্যাটে আপলোড করুন।
৪. এরপর লিখুন এই প্রম্পট:
"Create a high-quality, photorealistic image of an action figure based on my photo. The figure should be standing upright inside a realistic blister pack, styled like a premium collectible toy."
পাশাপাশি নিজের মতো করে কিছু কাস্টোমাইজেশনও যোগ করতে পারেন। যেমন:
ফিগারের ডান পাশে একটি ফোন, ক্যামেরা, স্নিকার এবং ল্যাপটপ (যাতে লোগো থাকে) রাখা থাকবে।
প্যাকেটের ভেতরের ব্যাকগ্রাউন্ড হবে কালো।
ফিগারটি যেন বাস্তবসম্মত এবং হাস্যোজ্জ্বল মুখভঙ্গিসহ আমার মতো দেখতে হয়।
চ্যাটজিপিটি এর ভিত্তিতে একটি হাই-কোয়ালিটি অ্যাকশন ফিগার তৈরি করে দেবে, যেটি আপনি আরও কাস্টোমাইজ করতে পারবেন নিজের পছন্দমতো।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে স্টুডিও জিবলির স্বপ্নঘেরা ছবি তৈরি করার ট্রেন্ড সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই ট্রেন্ডের ধারাবাহিকতায় এবার অ্যাকশন ফিগার রূপান্তরের নতুন ঢেউ ছড়াচ্ছে অনলাইনে।
রিফাত