ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বিনামূল্যে একদিনে চ্যাটজিপিটি ও গ্রোকে দিয়ে জিবলি-স্টাইলের যে কয়টি ছবি তৈরি করতে পারবেন! 

প্রকাশিত: ০৯:৪৩, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৫৩, ২০ এপ্রিল ২০২৫

বিনামূল্যে একদিনে চ্যাটজিপিটি ও গ্রোকে দিয়ে জিবলি-স্টাইলের যে কয়টি ছবি তৈরি করতে পারবেন! 

ছবিঃ সংগৃহীত

চ্যাটজিপিটি-র জিবলি-স্টুডিও  ছবি তৈরির ফিচার চালু হওয়ার পর থেকেই স্টুডিও জিবলি-স্টাইলের ছবি তৈরির ট্রেন্ড ইন্টারনেটে ঝড় তুলেছে। ব্যবহারকারীরা এখন নিজেদের বাস্তব ছবি রূপান্তর করে জাপানি অ্যানিমেশন স্টাইলের রঙিন চিত্রে পরিণত করতে পারছেন, আর এই অভিজ্ঞতায় চ্যাটজিপিটি ও গ্রোক অগ্রগামী।

চ্যাটজিপিটি ও গ্রোক—উভয় প্ল্যাটফর্মই এখন জিবলি-স্টাইলের ছবি তৈরি করার সুবিধা দিচ্ছে বিনামূল্যে, যদিও কিছু সীমাবদ্ধতা রয়েছে।

চ্যাটজিপিটির সীমা

ওপেনএআই প্রথমে শুধুমাত্র প্রো ও প্লাস সাবস্ক্রাইবারদের জন্য চ্যাটজিপিটির ছবি তৈরির ফিচার চালু করে। তবে পরবর্তীতে এটি ফ্রি ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হয়। বর্তমানে, ফ্রি ব্যবহারকারীরা প্রতিদিন সর্বোচ্চ ৩টি জিবলি-স্টাইলের ছবি তৈরি করতে পারেন।

গ্রোকের অবস্থা

ইলন মাস্কের মালিকানাধীন xAI-এর তৈরি গ্রোক চ্যাটবট একসময় পেইড সাবস্ক্রিপশনের পেছনে সীমাবদ্ধ ছিল। তবে ‘Grok 3’ মডেল চালুর পর থেকে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। গ্রোক এখন পর্যন্ত ছবি তৈরিতে নির্দিষ্ট কোনো দৈনিক সীমা নির্ধারণ করেনি, তবে একাধিক ছবি তৈরির পর ব্যবহারকারীকে X সাবস্ক্রিপশন নেওয়ার প্রস্তাব দিতে পারে।

কীভাবে তৈরি করবেন জিবলি-স্টাইলের ছবি

১. অ্যাপ বা ওয়েবসাইট খুলুন: চ্যাটজিপিটি বা গ্রোক যেকোনো একটির অ্যাপ অথবা ওয়েবসাইট খুলুন।
২. নতুন চ্যাট শুরু করুন: লগইন করার পর একটি নতুন চ্যাট শুরু করুন এবং নিজের ছবি আপলোড করুন।
৩. ঘিবলি রূপান্তরের অনুরোধ করুন: চ্যাটবটকে অনুরোধ করুন – "এই ছবিটিকে Ghibli স্টাইলে রূপান্তর করো"।
৪. রূপান্তরের জন্য অপেক্ষা করুন: কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে নতুন একটি জিবলি-স্টাইলের ছবি উপহার দেওয়া হবে।
৫. ডাউনলোড করুন বা এডিট করুন: ছবি পছন্দ হলে তা ডাউনলোড করুন অথবা প্রয়োজনে আরও এডিটের জন্য অনুরোধ করুন।

স্টুডিও ঘিবলি কী?

স্টুডিও জিবলি হলো একটি জাপানি অ্যানিমেশন স্টুডিও, যেটি ১৯৮৫ সালে হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা এবং তোশিও সুজুকি প্রতিষ্ঠা করেন।
‘My Neighbor Totoro’, ‘Spirited Away’, ‘Howl’s Moving Castle’, ‘Kiki’s Delivery Service’ এবং ‘Princess Mononoke’—এই অসাধারণ সিনেমাগুলোর জন্য জিবলি বিশ্বজুড়ে পরিচিত।

জিবলির ছবিগুলো স্বপ্নময় প্রাকৃতিক দৃশ্য, মৃদু রঙের ব্যবহারের জন্য বিখ্যাত এবং প্রতিটি সিনেমায় দেখা যায় গভীর মানবিকতা ও আবেগময় গল্প।
 

সূত্রঃ https://timesofindia.indiatimes.com/technology/tech-tips/want-to-create-ghibli-style-images-for-free-check-your-daily-limit-with-chatgpt-and-grok/articleshow/119972927.cms

রিফাত

×