ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এবার গুগলকে জবাবদিহি করতে হবে আদালতে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:০৬, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:০৬, ২০ এপ্রিল ২০২৫

এবার গুগলকে জবাবদিহি করতে হবে আদালতে!

ছবি: সংগৃহীত

অ্যালফাবেটের (GOOGL.O) অধীনস্থ প্রযুক্তি জায়ান্ট গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ পরিচালিত একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মামলায় আদালতের দেওয়া ‘প্রতিকূল’ রায়ের একটি অংশের বিরুদ্ধে তারা আপিল করবে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট জজ লিওনি ব্রিঙ্কেমা রায় দেন যে, গুগল ইচ্ছাকৃতভাবে প্রকাশক অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য অর্জন ও বজায় রেখেছে।

প্রকাশক অ্যাড সার্ভার হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ওয়েবসাইটগুলো তাদের বিজ্ঞাপনের জায়গা সংরক্ষণ ও পরিচালনার কাজে ব্যবহার করে। অ্যাড এক্সচেঞ্জের সঙ্গে মিলিয়ে এই প্রযুক্তির মাধ্যমে সংবাদ প্রকাশকসহ অন্যান্য অনলাইন কনটেন্ট নির্মাতারা বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে আয় করে থাকে। আদালত আরও রায় দিয়েছেন যে, গুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির দুটি বাজারে অবৈধভাবে প্রাধান্য বিস্তার করেছে।

গুগল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বিচারক মিশ্র সিদ্ধান্ত দিয়েছেন। যেখানে তিনি বলেন, গুগলের বিজ্ঞাপনদাতাদের সরঞ্জাম এবং ডাবলক্লিক ও অ্যাডমেল্ড অধিগ্রহণ প্রতিযোগিতা বিরোধী নয়। তবে প্রকাশকদের সরঞ্জাম ব্যবহারে গুগলের একচেটিয়া আচরণ প্রতিযোগিতা বিরোধী আইন লঙ্ঘন করেছে।

বিচার বিভাগ বলেছে, গুগলের গুগল অ্যাড ম্যানেজার, যার মধ্যে প্রকাশক অ্যাড সার্ভার ও অ্যাড এক্সচেঞ্জ রয়েছে, সেটি বিক্রি করতে হবে।

শহীদ

×