ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ইন্টারনেট সেবায় বড় ঘোষণা, ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতি

প্রকাশিত: ০১:৩৮, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৪০, ২০ এপ্রিল ২০২৫

ইন্টারনেট সেবায় বড় ঘোষণা, ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতি

ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে ৫০০ টাকার মাসিক খরচে গ্রাহকরা আগের ন্যূনতম ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস গতি পাবেন। একইসঙ্গে ইন্টারনেট বন্ধের ‘কালা কানুন’ও বাতিল করার ঘোষণা এসেছে সংশ্লিষ্ট মহল থেকে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক জানান, “৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট সেবা আমরা এখন থেকেই চালু করছি। তবে আমাদের কিছু সহায়তা দরকার, বিশেষ করে বিটিআরসি ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই সহায়তা পেলে আমরা একই মূল্যে ২০ এমবিপিএস গতি দিতেও সক্ষম হব।”বৈঠকে জানানো হয়, তথ্যপ্রযুক্তির পঞ্চম প্রজন্মে প্রবেশ করলেও এখনো দেশের প্রায় ২৪ শতাংশ জনগণের কাছে ইন্টারনেট সেবা পৌঁছায়নি। যেখানে ৭৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন, সেখানে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ইন্টারনেটের গতি কম ও খরচ বেশি। এর পেছনে জীবনযাত্রার ব্যয়, কর বৃদ্ধি ও অর্থনৈতিক চাপকে দায়ী করেছে আইএসপিগুলো।

বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান এমতুলবাড়ি বলেন, “সরকার চায় প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট পৌঁছাক। কিন্তু এখনো অনেক জায়গায় কাভারেজ সম্ভব হয়নি। এর জন্য অবকাঠামো খাতে আরও বিনিয়োগ প্রয়োজন। রেলওয়ে বা পিজিসিবির মালিকানাধীন ফাইবার লাইনগুলোকে এখন লাইসেন্স দেওয়া হচ্ছে, তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, “ইন্টারনেট সেবাকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রভাব ছেটে ফেলা হবে, এবং ইন্টারনেট সেবায় গ্লোবাল র‌্যাংকিং উন্নয়নের জন্য আমরা কাজ করছি।”

বিশেষজ্ঞরা বৈঠকে বলেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে ইন্টারনেট ব্যবস্থার মানোন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা নেওয়া জরুরি। পাশাপাশি, যেন অযথা ইন্টারনেট বন্ধ করার প্রয়োজন না পড়ে, সেই দিকেও গুরুত্ব দিতে হবে।

সূত্র ঃ https://www.youtube.com/watch?v=QkFxmG2mlbE

রাজু

×