ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

স্ক্যাম প্রতিরোধে নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ

প্রকাশিত: ১৭:২০, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:২৩, ১৮ এপ্রিল ২০২৫

স্ক্যাম প্রতিরোধে নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ

অনলাইন প্রতারণা ও স্ক্যামের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে অ্যাপে যুক্ত করা হয়েছে একটি অফিসিয়াল চ্যাটিং থ্রেড, যার মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হবে।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানায়, এই থ্রেডটি একমুখী যোগাযোগের জন্য ব্যবহৃত হবে। ব্যবহারকারীরা চ্যাট লিস্টেই দেখতে পাবেন হোয়াটসঅ্যাপের বার্তা, যেখানে থাকবে নতুন ফিচার, গোপনীয়তা সেটিংস এবং স্ক্যাম চেনার উপায় সংক্রান্ত তথ্য।

প্রথম ধাপে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। তবে চাইলে ব্যবহারকারীরা এই অপশনটি নিষ্ক্রিয় করার সুযোগও পাবেন।

হোয়াটসঅ্যাপের ভাষ্যমতে, “নতুন এই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের নিজেদের থেকেই তথ্য খুঁজতে হবে না। বরং নিরাপত্তা ও গোপনীয়তা সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি পৌঁছে যাবে তাদের কাছে।”

এই সপ্তাহ থেকেই যুক্তরাজ্যে শুরু হয়েছে অফিসিয়াল চ্যাটে বার্তা পাঠানো। নতুন অনলাইন নিরাপত্তা আইন চালুর পরই হোয়াটসঅ্যাপ এই পদক্ষেপ নেয়। এর মূল উদ্দেশ্য— ব্যবহারকারীদের ঝুঁকিপূর্ণ লিংক, ভুয়া বার্তা ও জালিয়াতি থেকে সচেতন করা।

বিশ্লেষকদের মতে, এটি সময়োপযোগী একটি উদ্যোগ। সম্প্রতি সিফাস ও অ্যাকশন ফ্রড–এর মতো সংস্থাগুলোর প্রতিবেদনে দেখা যায়, অনলাইন স্ক্যাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত বছর এসব ঘটনার হার ছিল রেকর্ড সংখ্যক।

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা যেখানে প্রায় ২ বিলিয়ন, সেখানে এই প্ল্যাটফর্মের এমন একটি পদক্ষেপ ডিজিটাল নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

এসএফ

×