ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জিমেইল কখনো ফুল হবে না – এই সেটিংস করুন, মেইল ডিলিট করা ভুলে যান!

প্রকাশিত: ০০:৪৯, ১৮ এপ্রিল ২০২৫

জিমেইল কখনো ফুল হবে না – এই সেটিংস করুন, মেইল ডিলিট করা ভুলে যান!

বর্তমানে প্রায় সব অফিসিয়াল এবং ব্যক্তিগত যোগাযোগেই ব্যবহৃত হয় জিমেইল (Gmail)। কিন্তু সময়ের সাথে সাথে মেইলের সংখ্যা বাড়তে থাকে, আর একসময় দেখা যায় ইনবক্স ফুল! তখন প্রয়োজনীয় মেইল আসতেই পারে না। অথচ, একটি সহজ সেটিংস করলেই এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলতে পারে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন সেই সেটিংস, যাতে জিমেইল কখনোই ফুল না হয়:

Google Photos এবং Drive-এ বড় ফাইলগুলো ক্লিন করুন
জিমেইল স্টোরেজ পূর্ণ হওয়ার বড় কারণ Google Photos ও Drive-এ জমে থাকা অপ্রয়োজনীয় ভিডিও ও ডকুমেন্টস।

🔹 https://one.google.com/storage/management লিঙ্কে যান
🔹 কোন কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে তা দেখুন
🔹 অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন।

Attachments-heavy মেইল খুঁজে ডিলিট করুন
বড় সাইজের অ্যাটাচমেন্ট মেইল খুঁজে বের করে ডিলিট করলে ইনবক্স হালকা হয়।

🔹 সার্চবারে লিখুন: has:attachment larger:10M
🔹 যেসব মেইল ১০MB-এর বেশি, সেগুলো দেখাবে
🔹 প্রয়োজনহীনগুলো ডিলিট করুন।

জিমেইল এখন শুধু মেইল নয়, আপনার ডিজিটাল জীবনের অংশ। ইনবক্স ফুল হয়ে গেলে কাজের মাঝখানে বড় সমস্যা হতে পারে। তাই এই সেটিংসগুলো একবার করে রাখলেই ভবিষ্যতে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন—মেইল ডিলিট না করেই।

রাজু

×