
ছবি সংগৃহীত
ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে বহুকালের কৌতূহলের অবসান কি তবে এবার? বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরের একটি গ্রহের বায়ুমণ্ডলে এমন রাসায়নিকের সন্ধান মিলেছে। যা সাধারণত পৃথিবীতে কেবল জীবিত প্রাণীর মাধ্যমেই উৎপন্ন হয়।
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিজ্ঞানী নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এই যুগান্তকারী আবিষ্কার করেছেন। তাদের গবেষণা বলছে, ‘K2-18b’ নামক এক গ্রহের বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড (DMS) এবং ডাইমিথাইল ডিসালফাইড (DMDS)-এর উপস্থিতি পাওয়া গেছে। পৃথিবীতে এই যৌগগুলো কেবল জীবিত জীবদের মাধ্যমে উৎপাদিত হয়, বিশেষ করে সামুদ্রিক ফাইটোপ্লাংকটনদের দ্বারা।
কোন গ্রহে মিলল এই প্রমাণ?
K2-18b নামের এই গ্রহটি সিংহ (Leo) নক্ষত্রমণ্ডলে অবস্থিত এবং এটি আমাদের পৃথিবী থেকে আলোকবেগে ভ্রমণ করলেও পৌঁছাতে সময় লাগবে ১২৪ বছর। এই গ্রহটি পৃথিবীর চেয়ে ২.৬ গুণ বড় এবং ৮.৬ গুণ ভারী। এটি তার নক্ষত্রের এমন এক অঞ্চলে অবস্থিত যাকে বিজ্ঞানীরা বলেন ‘গোল্ডিলকস জোন’। যেখানে তাপমাত্রা এমন মাত্রায় থাকে যে, সেখানে তরল পানির অস্তিত্ব সম্ভব।
২০২৩ সালেই বিজ্ঞানীরা এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন ও কার্বন ডাই-অক্সাইড খুঁজে পেয়েছিলেন, যা তখনই জীবনধারণের ইঙ্গিত হিসেবে ধরা হয়েছিল। এবার DMS ও DMDS পাওয়ায় বিষয়টি আরও এক ধাপ এগিয়ে গেল।
আশিক