ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

স্মার্টফোন গরম হয় যে কারণে 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ১৭ এপ্রিল ২০২৫

স্মার্টফোন গরম হয় যে কারণে 

ছবি: সংগৃহীত

দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ রয়েছে। প্রথমেই জেনে রাখা ভালো, ফোন বা ট্যাবলেটের ভেতরের কিছু যন্ত্রাংশ স্বাভাবিকভাবেই গরম হয়। যেমন: মাইক্রোপ্রসেসর সাধারণত ৭৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় চলে এবং প্রয়োজনে আরও বেশি গরম হতে পারে।

তবে এসব যন্ত্রাংশই আবার অতিরিক্ত গরমে ক্ষতিগ্রস্তও হতে পারে। তাই ফোন নির্মাতাদের কাজ হলো এই তাপ কীভাবে সরিয়ে নেওয়া যায় এবং ফোনকে শীতল রাখা যায়, সেটা নিশ্চিত করা। কোনো কোনো কোম্পানি কাজটা ভালোভাবে করে, কেউ আবার সেটি দক্ষভাবে করতে পারে না।

ফোন গরম হয় যে কারণে

অতিরিক্ত ব্যবহারে: আপনি যদি দীর্ঘ সময় ধরে গেম খেলেন বা অ্যাপ ব্যবহার করেন, তাহলে প্রসেসরের ওপর চাপ পড়ে এবং এটি অতিরিক্ত গরম হয়ে যায়।

দুর্বল নেটওয়ার্ক কানেকশন: দুর্বল সিগন্যালে ফোন সংযোগ বজায় রাখতে অনেক বেশি শক্তি খরচ করে এবং গরম হয়।

গরম পরিবেশে রাখা: সরাসরি রোদে থাকা বা গরম গাড়ির ভেতরে রেখে দিলে ফোন অনেক গরম হয়ে উঠতে পারে।

চার্জিং: ফোন চার্জ হওয়ার সময়, বিশেষ করে ফাস্ট চার্জিংয়ের সময় ব্যাটারির মধ্যে রসায়নগত পরিবর্তনের ফলে তাপ উৎপন্ন হয়। এটা ঠিকভাবে নিয়ন্ত্রিত না হলে ফোন নষ্ট হতে পারে, এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে।


তাপমাত্রা বাড়ার প্রভাব

<> অতিরিক্ত গরম ব্যাটারির স্বাস্থ্য কমিয়ে দিতে পারে।

<> ফোন ধীরে কাজ করতে শুরু করতে পারে, যাকে বলে ‘থার্মাল থ্রটলিং’।

<> ফোনের ভেতরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে আশার কথা হলো, আপনার ফোন সাধারণত এমন গরম হয় না, যাতে আগুন ধরে যায় বা বড় ধরনের ক্ষতি হয়। অনেক সময় হাতের ছোঁয়ায় একটু গরম মনে হলেও সেটি স্বাভাবিক তাপমাত্রার মধ্যেই থাকে।

ফোন নির্মাতাদের দুটি বিষয় নিশ্চিত করে—

১. চিপ থেকে তাপ দূরে সরিয়ে নেওয়া।

২. প্রয়োজনে চিপের গতি কমিয়ে দেওয়া, যাতে গরম না বাড়ে।

খুবই জরুরি হলে ফোন নিজেই বন্ধ হয়ে যায়, যাতে ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত না হয়।

ফোন অতিরিক্ত গরম হওয়া ঠেকাতে যা করা যায়।

ফোনে একটানা অনেকক্ষণ গেম না খেলা।

ফোন সরাসরি রোদে বা গরম গাড়িতে না রাখা।

প্রয়োজনে কভার খুলে ব্যবহার করুন, কারণ কিছু কভার তাপ আটকে রাখে।

নতুন অ্যাপ ইনস্টল করার পর যদি ফোন হঠাৎ গরম হতে শুরু করে, তাহলে সেই অ্যাপ বন্ধ বা আনইনস্টল করে দেখুন।

ফাস্ট চার্জিং বন্ধ করে সাধারণ চার্জ ব্যবহার করতে পারেন।

হালকা গরম হওয়া স্বাভাবিক। ফোন একটি শক্তিশালী ডিভাইস, কাজের সময় তাপ উৎপাদন করে। তবে যদি ফোন বারবার অতিরিক্ত গরম হয় বা ব্যবহার করতে অস্বস্তি লাগে, তাহলে সেটি অবশ্যই খতিয়ে দেখা উচিত।

এ ক্ষেত্রে ফোন নির্মাতা বা কোনো প্রযুক্তি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।

 

শহীদ

×