ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

কর্মীর পরিবর্তে এআই নিয়োগ দিতে যাচ্ছে গুগল!

প্রকাশিত: ০৭:০২, ১৬ এপ্রিল ২০২৫

কর্মীর পরিবর্তে এআই নিয়োগ দিতে যাচ্ছে গুগল!

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। মার্কিন সরকারের নানা নীতিমালায় যখন একের পর এক দেশ প্রভাবিত হচ্ছে, ঠিক তখনই নতুন এক যুগে প্রবেশের ঘোষণা দিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। জানালেন, গুগল কর্মীর পরিবর্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই'কে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে নতুন করে সাজাতে চায়।
 

গুগলের ডাটা পরিষেবা আরও উন্নত করতে চায় প্রতিষ্ঠানটি। সে লক্ষ্যেই এবছর প্রায় ৭৫ বিলিয়ন মার্কিন ডলারের মূলধন বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার সিংহভাগই এআই প্রযুক্তিতে ব্যয় হবে বলে জানিয়েছেন গুগল সিইও। “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করছেন, তা নিয়ে চিন্তা করতে চায় না গুগল,” বরং নিজেদের প্রযুক্তিকে আরও কার্যকর করে তোলার দিকেই মনোযোগ দিতে চায়।

 

সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত এক বৈশ্বিক এআই সম্মেলনে সুন্দর পিচাই বলেন, “আমরা এখনো এআই প্ল্যাটফর্ম পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছি। কিন্তু আমরা জানি, এটি আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে।” ভবিষ্যতের ডাটা পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যেই এআইকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে গুগল।

 

কর্মী নয়, এবার এআই!

বিগত কিছুদিন আগেই গুগল বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করেছে। অনেকে ধারণা করেছিলেন, প্রতিষ্ঠানটি নতুন করে নিয়োগ দিতে পারে। তবে সেই পথ থেকে সরে এসে সুন্দর পিচাই স্পষ্ট করেছেন, “আমরা কর্মী নয়, এআই'কে দিয়েই কাজ চালিয়ে যেতে চাই।” ফলে বাড়তি লোকবল আর প্রয়োজন পড়বে না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

গুগল থেকে যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন,আগামী দিনে কর্মী সংখ্যা আরও কমাতে পারে এই টেক জায়ান্ট। একইসঙ্গে প্রশ্ন উঠছে, গুগলের জনপ্রিয়তা বা ব্যবহারকারীদের বিশ্বাস আগের মতো থাকবে কিনা। এদিকে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, “চলতি বছরে প্রতিটি বড় টেক প্রতিষ্ঠানই এমন কিছু কঠিন ও ব্যতিক্রমী পদক্ষেপ নিতে চলেছে।”

 

এক সময় গুগল মানেই ছিল নতুন প্রতিভাকে স্বাগত জানানোর একটি জায়গা। কিন্তু এখন এআই'কে সামনে রেখে পুরোনো কাঠামো ভাঙছে প্রতিষ্ঠানটি। এটি কি প্রযুক্তির উৎকর্ষতা, না কি মানবসম্পদের অপচয়—এই প্রশ্ন এখন উঠছে বিশ্বজুড়ে। তবে নিশ্চিতভাবে বলা যায়, গুগলের এই পদক্ষেপ প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে।

 

সূত্র:https://tinyurl.com/y7nrf5cb

আফরোজা

×