ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

নিয়মিত ফটোগ্রাফার? তাহলে শাওমি ১৫ আলট্রা আপনার জন্য নয়!

প্রকাশিত: ০১:১৮, ১৫ এপ্রিল ২০২৫

নিয়মিত ফটোগ্রাফার? তাহলে শাওমি ১৫ আলট্রা আপনার জন্য নয়!

ছবি: সংগৃহীত

বাজারে আসার পর থেকেই শাওমি ১৫ আলট্রা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কমতি নেই। এর আগের মডেল শাওমি ১৪ আলট্রা ছিল ২০২৪ সালের অন্যতম সেরা স্মার্টফোন, বিশেষ করে ক্যামেরার দিক থেকে। সেই ধারাবাহিকতায় ১৫ আলট্রার প্রতি প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। অনেকাংশেই সেই প্রত্যাশা পূরণ করলেও, সবদিক বিবেচনায় এটি নিয়মিত বা সাধারণ ব্যবহারকারীদের জন্য নয় — বরং নিবেদিত ফটোগ্রাফারদের জন্য তৈরি একটি ফোন।

শাওমি ১৫ আলট্রা একটি পরিপূর্ণ ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে রয়েছে দৃষ্টিনন্দন ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা সেটআপ, যা দিয়ে চমৎকার ছবি তোলা সম্ভব। তবে, এই ফোন থেকে সর্বোচ্চ পারফরম্যান্স পেতে হলে ব্যবহারকারীকে হতে হবে সক্রিয় — কেবল অটো মোডে ছবি তুলে আশানুরূপ ফলাফল আশা করা ঠিক হবে না।

ফোনটির সাথে আলাদাভাবে একটি ফটোগ্রাফি কিট কেনা যায়, যাতে রয়েছে শাটার বোতামসহ একটি ক্যামেরা-গ্রিপ, যা ফোনটিকে একপ্রকার কমপ্যাক্ট ক্যামেরায় রূপান্তর করে। তবুও, কিছু সীমাবদ্ধতা থাকায় ফোনটিকে ‘সম্পূর্ণ সফল’ বলা যাচ্ছে না।

মূল ক্যামেরা ইউনিটে এবারও ব্যবহার করা হয়েছে ১-ইঞ্চি টাইপ সেন্সর, যা পূর্ববর্তী ১৪ আলট্রা মডেলেও ছিল। তবে নতুন কোনো হার্ডওয়্যার আপগ্রেড না থাকায় অনেকেই হতাশ। সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হলো — Xiaomi এই মডেলে তাদের পূর্বের ভ্যারিয়েবল অ্যাপারচার ফিচারটি বাদ দিয়েছে, যা ছিল ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার পরিবর্তে এবার ব্যবহৃত হয়েছে সফটওয়্যার-নির্ভর সমাধান, যা কার্যকারিতার দিক থেকে পুরোনো ফিচারটির সমতুল্য নয়।

যদিও অনেক সাধারণ ব্যবহারকারী এই পার্থক্যটি বুঝতেই নাও পারেন, তবে যারা ফটোগ্রাফিতে অভ্যস্ত এবং ক্যামেরা কাস্টমাইজেশনকে গুরুত্ব দেন, তাদের কাছে এটি একটি বড় ধাক্কা। এ থেকে ধারণা করা যায়, Xiaomi এবার হার্ডওয়্যার উদ্ভাবনের চেয়ে সফটওয়্যার ও এআই-নির্ভর সমাধানকেই বেশি প্রাধান্য দিয়েছে।

সবমিলিয়ে বলা যায়, শাওমি ১৫ আলট্রা দিয়ে দুর্দান্ত ছবি তোলা সম্ভব — তবে তার জন্য প্রয়োজন ব্যবহারকারীর সক্রিয় অংশগ্রহণ ও ফটোগ্রাফির প্রতি আগ্রহ। যারা মাঝে মাঝে ছবি তোলেন বা বেশি প্রযুক্তিগত বিষয়ে না গিয়ে সহজে ভালো ছবি চান, তাদের জন্য iPhone 16 Pro বা Pixel 9 Pro-এর মতো ফোনই হতে পারে আরও উপযোগী পছন্দ।

এম.কে.

×