ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মেটার নতুন এআই লামা-৪, চ্যাটজিপিটি ও জেমিনিকে টেক্কা দিতে প্রস্তুত !

প্রকাশিত: ০২:০৮, ১৪ এপ্রিল ২০২৫

মেটার নতুন এআই লামা-৪, চ্যাটজিপিটি ও জেমিনিকে টেক্কা দিতে প্রস্তুত !

ছবি: সংগৃহীত

মাইক্রোসফট ও গুগলের পর এবার মেটাও হাজির হয়েছে নিজেদের শক্তিশালী এআই চ্যাটবট নিয়ে। চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনিকে টেক্কা দিতেই মেটা তাদের নতুন এআই মডেল ‘লামা ৪’ বাজারে এনেছে—যার নেতৃত্বে আছেন মেটার সিইও মার্ক জুকারবার্গ।

‘লামা ৪’ মেটার সর্বশেষ উন্নত এআই মডেল, যা ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়েবে ‘মেটা এআই’ সহকারীর পারফরম্যান্স আরও কার্যকর করছে। নতুন এই মডেলকে ঘিরে প্রযুক্তি মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মেটা এই সিরিজে দুটি সংস্করণ চালু করেছে—‘লামা ৪ স্কাউট’ এবং ‘লামা ৪ ম্যাভেরিক’। উভয় সংস্করণই মেটার নিজস্ব ওয়েবসাইট এবং হাগিং ফেস প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা যাচ্ছে। এই মডেলগুলো চীনা এআই স্টার্টআপ ‘ডিপসিক’-এর ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এবং এতে ব্যবহৃত হয়েছে ‘মিক্সচার অব এক্সপার্টস’ নামক উন্নত মেশিন লার্নিং প্রযুক্তি।

লামা ৪ স্কাউট: হালকা ও কমপ্যাক্ট এই মডেলটি একটি মাত্র এনভিডিয়া এইচ১০০ জিপিইউ-তে অনায়াসে চালানো সম্ভব।

লামা ৪ ম্যাভেরিক: এই সংস্করণটি অনেক বেশি শক্তিশালী ও উন্নত, যা ওপেনএআই-এর জিপিটি-৪ও এবং গুগলের জেমিনি ২.০ ফ্ল্যাশ-এর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।

লামা ৪ একটি মাল্টিমডাল মডেল, অর্থাৎ এটি টেক্সট, ছবি এবং ভিডিও—এই তিন প্রকার ডেটা বুঝতে এবং প্রক্রিয়াজাত করতে সক্ষম। ফলে এটি একই সঙ্গে টেক্সট ও ভিজ্যুয়াল কনটেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে।

এছাড়াও, মেটা বর্তমানে আরও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মডেল ‘লামা ৪ বেহেমথ’ নিয়ে কাজ করছে। এই মডেলকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বেস মডেল বলে আখ্যা দিয়েছেন জুকারবার্গ। মেটার দাবি, এটি হবে স্মার্টেস্ট এলএলএম-এর একটি।

সব মিলিয়ে, লামা ৪ এআই দুনিয়ায় মেটার বড় পদক্ষেপ। ভবিষ্যতের প্রযুক্তি জগতে এআই-এর প্রভাব কতটা গভীর হতে পারে—তারই আভাস দিচ্ছে এই মডেল।

আসিফ

×