
ছবি: সংগৃহীত
চ্যাটজিপিটিতে নতুন এক ফিচার যুক্ত করেছে ওপেনএআই, যার মাধ্যমে এই এআই চ্যাটবটটি ব্যবহারকারীর সঙ্গে পূর্বের সব কথোপকথন মনে রাখতে পারবে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এই প্রথমবারের মতো টেক্সট, ভয়েস ও ইমেজ সমন্বিত এমন স্মার্ট ফিচার চালু করল প্রতিষ্ঠানটি।
ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, নতুন ‘মেমরি’ ফিচারের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীর জন্য আরও ব্যক্তিকেন্দ্রিক ও কার্যকর এআই সহকারী তৈরি করা। এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমাদের স্মৃতিশক্তি এখন অনেক উন্নত হয়েছে। এটি ব্যবহারকারীর সঙ্গে অতীতে হওয়া সব আলাপ মনে রাখতে পারবে। এটি এক অসাধারণ ফিচার, যা ভবিষ্যতের আরও ব্যক্তিগত এআই সহকারীর পথ তৈরি করছে।”
বর্তমানে এই সুবিধা কেবল চ্যাটজিপিটির প্রো গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। শিগগিরই এটি প্লাস ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে। তবে ফিচারটি এখনো ফ্রি ব্যবহারকারীদের জন্য চালু করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ওপেনএআই। যদিও আগেও দেখা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক প্রিমিয়াম ফিচার পরে ফ্রি সংস্করণেও এসেছে।
তবে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ডের ব্যবহারকারীদের কিছুটা অপেক্ষা করতে হবে। এসব অঞ্চলে ফিচারটি চালুর আগে ইউরোপীয় কমিশনের কিছু শর্ত পূরণ করতে হবে প্রতিষ্ঠানটিকে।
ব্যবহারকারীরা চাইলে এই মেমরি ফিচারটি বন্ধও রাখতে পারবেন। এমনকি, নির্দিষ্ট কোনো আলাপ সংরক্ষণ না করতে চাইলে ‘টেম্পোরারি চ্যাট’ মোড ব্যবহার করতে পারবেন।
আসিফ