
বাংলাদেশের মোটরসাইকেল বাজারে নতুন উত্তেজনার নাম ইয়ামাহা এফ জেড ২৫। ২৪৯ সিসি ক্যাটাগরির এই বাইকটি দেশের প্রিমিয়াম বাইকপ্রেমীদের কাছে নতুন উচ্চমাত্রার পারফরম্যান্স এবং আধুনিক প্রযুক্তির প্রতিচ্ছবি হতে চলেছে।
জাপানের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা উচ্চ প্রযুক্তি সম্পন্ন মোটরসাইকেল এর জন্য। বিশেষ করে প্রিমিয়াম শ্রেণীতে ক্রেতাদের কাছে ইয়ামাহার চাহিদা সবসময়ই বেশি। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। ক্রমেই বাড়ছে এই ব্র্যান্ডের চাহিদা। বাংলাদেশে ২০১৬ সালে এসিআই মোটরস এর সাথে যাত্রা শুরুর পর থেকে জনপ্রিয় এই মোটরসাইকেল ব্র্যান্ডটির বিক্রি আরো বাড়তে থাকে। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এর টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার।
জাপানের বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা তাদের ‘এফ জেড’ সিরিজের এই নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ১১ এপ্রিল ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি)। জমকালো এই আয়োজনে ছিল বাইক প্রেমীদের বিপুল আগ্রহ এবং তারকা পরিবেশনা।
প্রতিষ্ঠানটির টেকনিক্যাল সহযোগী এসিআই মোটরস জানায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশে উচ্চ সিসির মোটরসাইকেল বিক্রির অনুমোদনের অপেক্ষায় ছিল ইয়ামাহা। অনুমোদন পাওয়ার পর, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী একটি শক্তিশালী, আধুনিক প্রযুক্তির মডেল বাজারে আনার পরিকল্পনা করে তারা। সেই পরিকল্পনারই বাস্তব রূপ ‘এফ জেড ২৫’।
নতুন মডেলটিতে রয়েছে
২৪৯ সিসির অয়েল কুলড BS6 ইঞ্জিন
৫-স্পিড গিয়ারবক্স
৭-স্তরের অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন
শার্প ও কমপ্যাক্ট BI-ফাংশনাল এলইডি হেডল্যাম্প
এলইডি টেল ল্যাম্প
ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম
বলা যায়, এই বাইকটি পারফরম্যান্স ও আধুনিক বৈশিষ্ট্যের অনন্য সংমিশ্রণ।
প্রথমে প্রি-বুকিং, তিনটি রঙে বাজারে আসবে
ইয়ামাহা এফ জেড ২৫ প্রাথমিকভাবে গ্রাহকদের জন্য প্রি-বুকিংয়ের মাধ্যমে পাওয়া যাবে। বাইকটি পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় রঙে।
জমকালো উদ্বোধনে ছিল আয়মা বেগের পরিবেশনা। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়মা বেগ-এর সরাসরি পরিবেশনা, যা আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে। এটি ছিল বাংলাদেশে আয়মা বেগ-এর প্রথম মঞ্চ পরিবেশনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওটানি, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি, উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের বাইক বাজারে ইয়ামাহার এই নতুন সংযোজন নিঃসন্দেহে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজু