ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

গেমিং ল্যাপটপ ব্যবহারের সুবিধা

হারুন অর রশিদ

প্রকাশিত: ১৭:১৫, ১২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২৬, ১২ এপ্রিল ২০২৫

গেমিং ল্যাপটপ ব্যবহারের সুবিধা

ছবি: সংগৃহীত

গেমিং ল্যাপটপগুলো বিশেষভাবে তৈরি করা হয় যেন গেমাররা তাদের পছন্দের গেমগুলো স্মুথলি খেলতে পারে। সাধারণ ল্যাপটপের তুলনায় গেমিং ল্যাপটপে হাই-এন্ড গ্রাফিক্স কার্ড, পাওয়ারফুল প্রসেসর এবং অধিক গতি সম্পন্ন র্যােম এবং এসএসডি দেয়া থাকে। এর ফলে গেমাররা যেকোনো ধরনের গেম অনায়াসে খেলতে পারে।

শুধু গেমিং এর জন্যই নয়, অন্যান্য ভারী কাজের জন্যও গেমিং ল্যাপটপ থেকে বেশ ভালো পারফরম্যান্স পাওয়া যায়। বাংলাদেশের বাজারে গেমিং ল্যাপটপ এখন খুব সহজেই পাওয়া যায়। অল্প টাকার মধ্যে বিডিস্টলে গেমিং ল্যাপটপ এর দাম  বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। এই পোস্টে গেমিং ল্যাপটপ ব্যবহারের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক। 

গেমিং ল্যাপটপ ব্যবহারে যে সকল সুবিধা পাওয়া যাবে? 
গেমিং ল্যাপটপ ব্যবহার করলে গেমিং করার সময় কিংবা অন্যান্য যেকোনো ভারী কাজের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। যেকোনো ধরনের গেম খেলা, ভিডিও এডিটিং করা, অটোক্যাড ব্যবহার করা কিংবা ৩উ ডিজাইন সহ অ্যানিমেটেড কাজ করা যায় অনায়াসেই।

গেমিং ল্যাপটপগুলোতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, অধিক ক্ষমতাসম্পন্ন প্রসেসর, উজঅগ সহ ঝঝউ, বেশি মেগাহার্জ সম্পন্ন র্যানম এবং লেটেস্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। পাশাপাশি, এসব ল্যাপটপে অগঙখঊউ বা ঙখঊউ ডিসপ্লে ব্যবহার করার কারণে গেমিং, ভিডিও এডিটিং বা স্ট্রিমিং করার ক্ষেত্রে বেশ ভালো ফিডব্যাক পাওয়া যায়।

এসব ছাড়াও গেমিং ল্যাপটপ ব্যবহারের আরও অনেক সুবিধা রয়েছে। ইতোমধ্যে যেসব সুবিধার কথা উল্লেখ করা হয়েছে, এগুলো নিয়ে নিম্নে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ডেডিকেটেড জিপিইউ
গেমিং ল্যাপটপগুলোতে ডেডিকেটেড জিপিইউ বা গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়। অন্যান্য ল্যাপটপে যেখানে আইজিপিইউ বা ইন্টিগ্রেটেড জিপিইউ ব্যবহার করা হয়, সেখানে গেমিং ল্যাপটপে পাবেন আলাদা একটি ডেডিকেটেড জিপিইউ। ফলে, গেমিং করার সময় এসব ল্যাপটপ থেকে বেশ ভালো পারফরম্যান্স পাওয়া যায়।

গেমিং করার সময় বাড়তি ঋচঝ প্রয়োজন হয়। এজন্য, একটি আলাদা গ্রাফিক্স কার্ড আবশ্যক। গেমিং ছাড়াও, ভিডিও এডিটিং, অটোক্যাড, ৩উ ডিজাইন, অ্যানিমেশন এর কাজ সহ বিভিন্ন কাজের ক্ষেত্রেই ডেডিকেটেড জিপিইউ এর প্রয়োজন পড়ে। এসব ক্ষেত্রে গেমিং ল্যাপটপের বেশ চাহিদা রয়েছে।

পাওয়ারফুল প্রসেসর
গেমিং ল্যাপটপ দিয়ে গেমিং করা এবং ভারী কাজ করা হয়। তাই, এসব ল্যাপটপ তৈরি করার সময় অধিক ক্ষমতাসম্পন্ন প্রসেসর ব্যবহার করা হয়। ওহঃবষ এবং অগউ এর লেটেস্ট ভার্সনের প্রসেসরগুলো ব্যবহার করে এসব ল্যাপটপ ব্যবহার করা হয়ে থাকে। ফলে, গেমিং করার সময় কিংবা যেকোনো অ্যাপলিকেশন চালানোর সময় বেশ ভালো পারফরম্যান্স পাওয়া যায়।

বেশি হার্জের র্যাম
বেশি মেগাহার্জ সম্পন্ন র্যামম ব্যবহার করে গেমিং ল্যাপটপগুলো তৈরি করা হয়। ফলে, গেমিং করার জন্য কিংবা যেকোনো ভারী অ্যাপলিকেশন চালানোর জন্য এসব র্যা ম ব্যবহারের কারণে বেশ ভালো স্পিড পাওয়া যায়।

ভালো মানের ডিসপ্লে
গেমিং ল্যাপটপ ব্যবহারের সুবিধাগুলোর মাঝে একটি হচ্ছে এগুলোতে হাই রিফ্রেশ রেট এর ডিসপ্লে ব্যবহার করা হয়। অগঙখঊউ বা ঙখঊউ প্রযুক্তির হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করার কারণে গেম খেলার সময় বেশ ভালো ফিডব্যাক পাওয়া যায়। এছাড়া, ভালো মানের ডিসপ্লে হওয়ার কারণে ভিডিও এডিটিং করার জন্যও এসব ল্যাপটপ বেশ জনপ্রিয়।

কুলিং সিস্টেম
গেমিং ল্যাপটপগুলোতে বেশ ভালো কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। গেমিং করার সময় কিংবা ভারী অ্যাপলিকেশন রান করার সময় ল্যাপটপ অনেক গরম হয়। তাই, ল্যাপটপটিকে ঠান্ডা করার জন্য প্রয়োজন হয় ভালো মানের কুলিং সিস্টেম। যা গেমিং ল্যাপটপগুলোর অন্যতম একটি সুবিধা। 
ব্যাটারি ব্যাকআপ

গেমিং করার জন্য কিংবা প্রফেশনাল কাজ করার জন্য এসব ল্যাপটপে প্রয়োজন হবে বেশি ব্যাকআপ। তাই, এসব ল্যাপটপে অধিক ব্যাকআপ দিতে সক্ষম এমন ব্যাটারি ব্যবহার করা হয়। একবার চার্জ করলে ল্যাপটপগুলো সাধারণ ব্যবহারে ৮-১০ ঘণ্টা ব্যাকআপ দিয়ে থাকে। গেমিং এর ক্ষেত্রে ৪-৫ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যায়। 

শেষ কথা
গেমিং ল্যাপটপগুলো আধুনিক সব ফিচার যুক্ত করে তৈরি করা হয়। গেমিং ল্যাপটপ ব্যবহারের সুবিধাগুলো কী কী তা ইতোমধ্যে এই পোস্টে শেয়ার করা হয়েছে। গেমিং করার জন্য কিংবা ভারী অ্যাপলিকেশন চালানোর জন্য এসব ল্যাপটপ বেশ ভালো পারফরম্যান্স দিয়ে থাকে।

ফারুক

×