
ছবি: সংগৃহীত।
"ব্যবসা করতে টাকা লাগে"—এই ধারণাটা বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। প্রযুক্তির এই যুগে শুধু আইডিয়া আর ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি হয়ে উঠতে পারেন একজন উদ্যোক্তা। আর এই যাত্রায় আপনার সেরা সঙ্গী হতে পারে চ্যাটজিপিটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন! চ্যাটজিপিটি শুধু প্রশ্নের উত্তর দেয় না, বরং এটি হতে পারে আপনার ভার্চুয়াল বিজনেস মেন্টর।
এই প্রতিবেদনে আমরা দেখাবো এমন ৫টি চ্যাটজিপিটি প্রম্পট বা নির্দেশনা, যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন একটি ব্যবসার রূপরেখা, কনটেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি—সবকিছু, একদম বিনা খরচে!
চলুন দেখে নিই সেই ম্যাজিক প্রম্পটগুলো—
প্রম্পট ১: "Suggest me 5 online business ideas that require zero investment and can be started from home."
- এই প্রম্পটটি ব্যবহার করে আপনি পেতে পারেন এমন কিছু সহজ, লোকপ্রিয় এবং লাভজনক ব্যবসার ধারণা, যেমন: কনটেন্ট রাইটিং, ফ্রিল্যান্স ডিজাইনিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।
প্রম্পট ২: "Create a step-by-step action plan to start [chosen business idea] with no money."
- আপনি যদি কোনো নির্দিষ্ট আইডিয়া বেছে নেন, তাহলে এই প্রম্পট চ্যাটজিপিটিকে নির্দেশ দেবে কীভাবে আপনি শূন্য বাজেটে সেটি শুরু করতে পারেন। এটি আপনাকে দেবে রিসোর্স লিঙ্ক, কাজের টাইমলাইন এবং প্রাথমিক স্ট্র্যাটেজি।
প্রম্পট ৩: "Write a professional business pitch for my new [type of business] to attract potential partners or clients."
- ব্যবসার শুরুতেই প্রয়োজন হয় একটি ভালো ‘পিচ’। এই প্রম্পট ব্যবহার করে আপনি পেতে পারেন একটি আকর্ষণীয় ও প্রফেশনাল প্রেজেন্টেশন বা ইমেইল খসড়া, যা দিয়ে ক্লায়েন্ট বা পার্টনারদের কাছ থেকে সাড়া পাওয়া যাবে সহজেই।
প্রম্পট ৪: "Generate 10 engaging social media post ideas to promote my [business/service] online."
- সোশ্যাল মিডিয়া ছাড়া এখন ব্যবসা কল্পনাই করা যায় না। এই প্রম্পট চ্যাটজিপিটিকে বলবে কীভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, বা টিকটকে।
প্রম্পট ৫: "What are some free tools and platforms I can use to manage and grow my business?"
- এই প্রম্পটটির মাধ্যমে চ্যাটজিপিটি আপনাকে জানাবে কোন কোন ফ্রি অনলাইন টুল আপনি ব্যবহার করতে পারেন, যেমন: ক্যানভা (Canva) গ্রাফিক ডিজাইনের জন্য, ট্রেলো (Trello) টাস্ক ম্যানেজমেন্টের জন্য, বা মেইলচিম্প (Mailchimp) ইমেইল মার্কেটিংয়ের জন্য।
চ্যাটজিপিটি এখন শুধু একটি কিউরিওসিটি নয়, বরং হয়ে উঠছে নতুন উদ্যোক্তাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার। আপনার যদি মাথায় থাকে আইডিয়া, আর হাতে থাকে স্মার্টফোন—তাহলেই সম্ভব একটি পূর্ণাঙ্গ ব্যবসা গড়ে তোলা, একদম শূন্য বাজেটে!
নুসরাত