
ছবি: সংগৃহীত
ডিজাইনের জন্য পরিচিত সফটওয়্যার ক্যানভাকে। ২০২৫ সালে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম হিসেবে এটিকে ভাবা বড় ভুল হবে। অস্ট্রেলিয়াভিত্তিক এই সৃজনশীল সফটওয়্যার কোম্পানিটি এখন বিশ্বের প্রায় সব খাতে ২৩ কোটিরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারীর জন্য অপরিহার্য এক নাম। এবার ক্যানভা জেনারেটিভ এআই-তে জোর দিচ্ছে এবং চমকপ্রদভাবে তাদের স্টিম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত)- কেন্দ্রিক দিকটি সামনে আনছে।
কোম্পানির বার্ষিক সৃজনশীল সম্মেলনে ক্যানভা ঘোষণা দিয়েছে, তারা চালু করছে একটি কথোপকথন-ভিত্তিক জেনারেটিভ এআই চ্যাটবট- ক্যানভা এআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা ডিজাইন পরামর্শ নিতে পারবেন, নতুন প্রজেক্ট শুরু করতে পারবেন এবং ড্রিম ল্যাব ও ম্যাজিক স্টুডিও- এর সাহায্যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবি তৈরি করতে পারবেন।
এছাড়াও, ক্যানভা নিয়ে এসেছে( দ্য ভিজুয়াল সুইট) টু পয়েন্ট জিরো, যার মাধ্যমে হোয়াইটবোর্ড, সোশ্যাল মিডিয়া মেক-আপ এবং প্রেজেন্টেশনের মতো একাধিক ফাইল বা টেমপ্লেট একত্রে একটি প্রজেক্ট ফাইলে যুক্ত করা যাবে।
সবচেয়ে বড় চমক হলো, ক্যানভা এখন এআই ব্যবহার করে এমন দুটি নতুন ফিচার এনেছে, যা এর ডিজাইন-ভিত্তিক অতীত থেকে একেবারেই ভিন্ন। এখন থেকে ক্যানভার এআই দিয়ে কোড লিখতেও সহায়তা পাওয়া যাবে।
ক্যানভার প্রোডাক্ট প্রধান রবার্ট কাওয়ালস্কি বলেন, “যেসব দক্ষতা আগে নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তা এখন সবার জন্য সহজলভ্য করতে আমরা কাজ করছি। ডিজাইনে যেভাবে সরলতা এনেছি, কোডিংয়েও সেই অভিজ্ঞতাটাই দিতে চাই।”
প্রথমবারের মতো ক্যানভা চালু করেছে একটি নির্দিষ্ট স্প্রেডশিট টুল –ক্যানভা শিটস। আগে এক্সেল বা স্প্রেডশিট ডেটা ইমপোর্ট করতে হলে ব্যবহারকারীদের ডকুমেন্ট বানিয়ে টেবিল যোগ করতে হতো। এখন থেকে তারা সহজেই ডেটা ম্যানেজ ও ভিজ্যুয়ালাইজ করতে পারবেন আরও উন্নত টুলসের মাধ্যমে।
ক্যানভা শিটস- এ যুক্ত হচ্ছে নতুন এআই ইনসাইট ফিচার। এতে ব্যবহারকারীরা ডেটা বিশ্লেষণ করতে এআই-এর সহায়তা নিতে পারবেন, প্রশ্ন করতে পারবেন এবং এআই নিজে থেকেই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবে। এমনকি, আপনি চাইলে এআই আপনার জন্য ফর্মুলাও লিখে দেবে-এক্সেল এক্সপার্ট না হলেও চলবে!
এছাড়াও, ক্যানভা ম্যাজিক রাইট নামের একটি টুল রয়েছে, যা ওয়েব ও তৃতীয় পক্ষীয় উৎস থেকে তথ্য নিয়ে লেখালেখি করতে সাহায্য করে। ক্যানভার এআই পলিসি অনুযায়ী, আপনি চাইলে নিজে থেকে ট্রেনিংয়ের জন্য সম্মতি না দিলে ক্যানভা আপনার কনটেন্ট ব্যবহার করবে না। আপনি যে এআই-কনটেন্ট তৈরি করবেন, তার মালিক আপনি নিজেই থাকবেন।
এআই দিন দিন আরও বেশি করে সৃজনশীল সফটওয়্যারগুলোর অংশ হয়ে উঠছে। গত বছর ক্যানভা তাদের টিম সাবস্ক্রিপশনের দাম অনেক ক্ষেত্রে ৩০০% পর্যন্ত বাড়ায়, যা তারা বলেছিল “নতুন ফিচার ও আপডেটের সঠিক মূল্য প্রতিফলনের জন্য”। তবে এবারের এআই আপডেটগুলোতে কোনো মূল্যবৃদ্ধির ঘোষণা আসেনি।
মেহেদী হাসান