ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

প্রথমবারের মতো ল্যাবে পুনর্গঠিত হলো মানুষের ব্যথানুভূতির স্নায়ু পথ

প্রকাশিত: ১৯:১৯, ১১ এপ্রিল ২০২৫

প্রথমবারের মতো ল্যাবে পুনর্গঠিত হলো মানুষের ব্যথানুভূতির স্নায়ু পথ

ছবি: সংগৃহীত

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কের ব্যথা-অনুভূতির স্নায়ুব্যবস্থার পূর্ণাঙ্গ পথ একটি ল্যাবরেটরিতে তৈরি করেছেন। এই যুগান্তকারী আবিষ্কার দীর্ঘস্থায়ী ব্যথাজনিত রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

প্রফেসর সেরজিউ পাসকার নেতৃত্বে একটি গবেষক দল “সেন্সরি অ্যাসেমব্লয়েড” নামে একটি মিনিয়েচার সিস্টেম তৈরি করেছেন, যা মানব কোষ থেকে প্রস্তুত করা হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা শরীর থেকে মস্তিষ্ক পর্যন্ত ব্যথার সংকেত পৌঁছানোর জটিল স্নায়ু পথ অনুকরণ করতে পারে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই ল্যাব-নির্মিত স্নায়ু পথ নিজে কোনো ব্যথা “অনুভব” করে না। এটি শুধু সেই স্নায়ু সংকেত পরিবহণ করে, যেগুলো প্রকৃত মস্তিষ্কে প্রক্রিয়াজাত হয়ে ব্যথার অনুভূতিতে পরিণত হয়।

এই নতুন প্রযুক্তি দিয়ে—

  • ব্যথানাশক ওষুধ পরীক্ষা করা যাবে

  • স্নায়ু আঘাত নিয়ে গবেষণা করা যাবে

  • ব্যথার ব্যক্তিগতকৃত চিকিৎসা উদ্ভাবন করা সম্ভব হবে

  • দীর্ঘস্থায়ী ব্যথা কেন হয়, তা আরও ভালোভাবে বোঝা যাবে

গবেষণায় অংশ না নেওয়া কিন্তু ব্যথা বিশেষজ্ঞ ড. ভিভিয়ান ট্যাফিক বলেন, “প্রতিদিন ব্যথায় ভোগা লাখ লাখ রোগীর জন্য এই আবিষ্কার আশার আলো।”

গবেষণাটি ৯ এপ্রিল, 'ন্যাচার' জার্নালে “হিউম্যান অ্যাসেমব্লোয়েড মডেল অফ দ্য অ্যাসেন্ডিং নিউরাল সেন্সরি পাথওয়ে” শিরোনামে প্রকাশিত হয়েছে।

এই সাফল্য নিউরোসায়েন্স গবেষণায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে—যা ভবিষ্যতের ব্যথা ব্যবস্থাপনায় অভাবনীয় পরিবর্তন আনতে পারে।

 

সূত্র: https://www.independent.co.uk/news/science/brain-circuit-pain-lab-stanford-b2730939.html

আবীর

×