ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আইফোনের দাম যেন না বাড়ে—শুল্ক এড়াতে আগেভাগেই যুক্তরাষ্ট্রে পৌঁছাল লাখো ইউনিট

প্রকাশিত: ১৮:১৮, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:১৯, ১০ এপ্রিল ২০২৫

আইফোনের দাম যেন না বাড়ে—শুল্ক এড়াতে আগেভাগেই যুক্তরাষ্ট্রে পৌঁছাল লাখো ইউনিট

যুক্তরাষ্ট্রে আরোপিত অতিরিক্ত শুল্ক এড়াতে ভারত থেকে প্রায় ১৫ লাখ আইফোন পাঠিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চার্টার্ড কার্গো ফ্লাইটের মাধ্যমে এই ডিভাইসগুলো পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সকে দেওয়া এক সূত্র জানায়, ভারত থেকে প্রায় ৬০০ টন ওজনের আইফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে, যা সংখ্যায় আনুমানিক ১৫ লাখ। মার্চ মাস থেকে শুরু করে প্রায় ছয়টি ১০০ টন ধারণক্ষমতার কার্গো ফ্লাইটে এসব ফোন পাঠানো হয়। এর একটি ফ্লাইট নতুন শুল্ক কার্যকরের ঠিক আগ মুহূর্তে গেছে।

বিশ্লেষকদের মতে, শুল্ক বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রে আইফোনের দাম উল্লেখযোগ্য হারে বাড়ার আশঙ্কা ছিল। তাই অতিরিক্ত ব্যয় এড়াতেই এমন পদক্ষেপ নেয় অ্যাপল। সূত্র আরও জানায়, চীনের তুলনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার অনেক কম — ২৬ শতাংশ। যদিও চীন ছাড়া অন্য সব দেশের ওপর অতিরিক্ত শুল্ক বর্তমানে স্থগিত রয়েছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, একটি আইফোন ১৪ ও তার চার্জিং ক্যাবলের প্যাকেজড ওজন প্রায় ৩৫০ গ্রাম। সেই হিসাবে ৬০০ টন পণ্য পরিবহনে আনুমানিক ১৫ লাখ ইউনিট আইফোন থাকতে পারে।

অ্যাপলের এই পদক্ষেপ তাদের উৎপাদন ঘাঁটি বহুমুখীকরণের পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স

রাজু

×