
ইউটিউবে ভুয়া ট্রেলারের রমরমা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। জনপ্রিয় ফিল্ম সিরিজের নাম ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভিডিও এডিটিংয়ের মাধ্যমে তৈরি করা ভুয়া ট্রেলারগুলো রীতিমতো দর্শক প্রতারণার অভিযোগ পাচ্ছে। এবার সেই সমস্ত ভিডিও থেকে আয়ের পথ বন্ধ করার উদ্যোগ নিয়েছে ইউটিউব।
বিশেষজ্ঞরা বলছেন, মার্ভেল, হ্যারি পটার কিংবা ডিসি ইউনিভার্সের মতো ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা নিয়ে জনসাধারণের আগ্রহকে পুঁজি করেই তৈরি হয় এসব ভিডিও। উদ্দেশ্য একটাই—ভিউ বাড়ানো ও আয় করা। এই ফাঁদে পড়ে বহু দর্শক বিভ্রান্ত হন।
স্ক্রিন কালচার কিংবা কেএইচ স্টুডিওর মতো জনপ্রিয় ইউটিউব চ্যানেল, যাদের সাবস্ক্রাইবার সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে গেছে, তারাও রয়েছে এই পদক্ষেপের আওতায়। ইউটিউব জানিয়েছে, শুধুমাত্র সাবস্ক্রাইবার নয়, বরং ভিডিওর কনটেন্ট কতটা বিশ্বাসযোগ্য—সেটাই এখন থেকে হবে মূল বিচার্য।
এই নতুন নীতির ফলে অনেক বড় চ্যানেলের আয়ে ধস নামার সম্ভাবনা থাকলেও, ভুয়া তথ্যের বিস্তার রোধে এটি একটি কার্যকরী পদক্ষেপ বলেই মনে করছে ডিজিটাল বিশ্লেষকরা।
রাজু