ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু

প্রকাশিত: ১৩:৩৩, ৯ এপ্রিল ২০২৫

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা শুরু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত 'বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সেবার যাত্রা শুরু হয়।

এই সেবাটি বুধবার সকাল থেকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়, এবং সম্মেলনে উপস্থিত সকল অংশগ্রহণকারী এটি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। স্টারলিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রমও।

গত রোববার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে জানান, স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। গত ২৯ মার্চ বিডা থেকে প্রতিষ্ঠানটি বিনিয়োগ নিবন্ধন পায়। তবে, দেশের মধ্যে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে স্টারলিংককে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) নীতিমালার আওতায় লাইসেন্স গ্রহণ করতে হবে।

শিহাব

×