ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৯ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

মার্ক জুকারবার্গের বড় ঘোষণা: ChatGPT-কে টক্কর দিতে বাজারে আসছে মেটার AI Llama 4 সিরিজ

প্রকাশিত: ০০:০২, ৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:০৩, ৭ এপ্রিল ২০২৫

মার্ক জুকারবার্গের বড় ঘোষণা: ChatGPT-কে টক্কর দিতে বাজারে আসছে মেটার AI Llama 4 সিরিজ

মেটা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি জানান, মেটা তাদের নিজস্ব উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে আসছে, যা ওপেনএআই-এর ChatGPT ও গুগলের Gemini-কে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।

জুকারবার্গ জানিয়েছেন, কোম্পানি ইতিমধ্যে Llama 4 Scout ও Llama 4 Maverick নামে দুটি নতুন বড় ভাষা মডেল (Large Language Model - LLM) উন্মোচন করেছে। এই দুটি মডেলই হবে ওপেন সোর্স এবং এগুলোর মধ্যে রয়েছে এখন পর্যন্ত মেটার সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

বহুমাত্রিক ডেটা প্রক্রিয়াকরণে সক্ষম
মেটার AI Llama সিরিজ একটি মাল্টিমোডাল এআই সিস্টেম, যা পাঠ্য, ছবি, ভিডিও এবং অডিওসহ বিভিন্ন ধরনে ডেটা প্রক্রিয়াকরণে সক্ষম। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ফরম্যাটে তথ্য রূপান্তর করতে পারবেন।

সবচেয়ে স্মার্ট LLMs আনছে মেটা
মার্ক জুকারবার্গ আরও জানিয়েছেন, কোম্পানি বর্তমানে Llama 4 Behemoth নামের আরও একটি শক্তিশালী মডেল তৈরির কাজ করছে। এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বুদ্ধিমান LLM হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা ভবিষ্যতের নতুন AI মডেল উন্নয়নে সহায়ক হবে।

AI খাতে বিশাল বিনিয়োগ পরিকল্পনা
মেটা এআই খাতকে আরও সমৃদ্ধ করতে এ বছর প্রায় ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। AI প্রযুক্তির এই অগ্রযাত্রায় মেটা নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চায় বলে ভিডিওতে মন্তব্য করেন জুকারবার্গ।

রাজু

×