ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

১২৬ টি দেশকে পেছনে ফেললো বাংলাদেশী দুই কিশোর!

প্রকাশিত: ১৩:৩৫, ৫ এপ্রিল ২০২৫

১২৬ টি দেশকে পেছনে ফেললো বাংলাদেশী দুই কিশোর!

ছবিঃ সংগৃহীত

শাফি বিন সুলতান এবং সাবিক বিন সুলতান, দুই বাংলাদেশি কিশোর, ২০২৫ সালের ডায়মন্ড চ্যালেঞ্জের ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করেছেন। এই প্রতিযোগিতাটি আয়োজন করেছে ইউনিভার্সিটি অফ ডেলাওয়ারের হর্ন এন্টারপ্রেনারশিপ সেন্টার।

তাদের উদ্ভাবন, ব্লুশিল্ড ফিল্টার—একটি পরিবেশবান্ধব এবং পোর্টেবল পানি পরিশোধন ব্যবস্থা—ব্যবসায়িক উদ্ভাবন বিভাগের টপ ৫-এ স্থান পেয়ে ১২শ’রও বেশি দলকে পেছনে ফেলেছে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশ ছিল ১২৬টি।

পানি সংকট এবং বন্যাপ্রবণ অঞ্চলের জন্য ডিজাইন করা এই ফিল্টারটি উন্নত কার্বন ন্যানোম্যাটেরিয়াল এবং পুনঃব্যবহৃত উপাদান ব্যবহার করে। এর পূর্ণ নকশাটি এখনও গোপন রাখা হয়েছে কারণ পেটেন্ট প্রক্রিয়া চলছে।

এই কিশোর উদ্ভাবকরা লিমিটলেস ওয়ার্ল্ড সামিট-এ তাদের প্রকল্প উপস্থাপন করবেন ১-২ মে, যুক্তরাষ্ট্রে। সেখানে তারা বৈশ্বিক সিইও, বিনিয়োগকারী এবং গবেষকদের সামনে তাদের উদ্ভাবন তুলে ধরবেন। তাদের এই যাত্রা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বৈশ্বিক উদ্যোগের দিকে এক নতুন দিগন্ত উন্মোচন করছে।

 

তথ্যসূত্রঃ https://tbsgraduates.net/campus/campus-hero/bangladeshi-teen-brothers-reach-global-finals-with-eco-friendly-water-filter/?

মারিয়া

×