ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

সফটওয়্যার ডেভেলপার হিসেবে ক্যারিয়ার

সাদি আবদুল্লাহ

প্রকাশিত: ১৯:২৫, ২৮ মার্চ ২০২৫

সফটওয়্যার ডেভেলপার হিসেবে ক্যারিয়ার

সফটওয়্যার ডেভেলপার কী
একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যিনি বা যারা কোনো না কোনোভাবে সফটওয়্যার নির্মাণ প্রক্রিয়ার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত। একজন সফটওয়্যার প্রস্তুতকারক শুধু সফটওয়্যার নকশাকরণ বা সফটওয়্যার ডিজাইন এবং কোড লিখা বা কোডিং নয়, বরং কম্পিউটার প্রোগ্রামিং, সফটওয়্যার প্রকল্প ব্যবস্থাপনা বা সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এমনকি সফটওয়্যার পণ্য ব্যবস্থাপনা বা সফটওয়্যার প্রডাক্ট ম্যানেজমেন্টসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকাও সফটওয়্যার নির্মাতার কাজ।
সফটওয়্যার নির্মাতা
সেই ব্যক্তি যিনি একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার নির্মাণ করেছেন এবং যিনি সফটওয়্যার নির্মাণের প্রতিটি ধাপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এ ক্ষেত্রে সফটওয়্যারটিকে অবশ্যই সাধারণ কোনো প্রোগ্রাম হলে চলবে না। সাধারণভাবে সফটওয়্যার নির্মাতার সঙ্গে আরও যারা সম্পৃক্ত থাকেন তারা হলেন সফটওয়্যার বিশ্লেষক বা সফটওয়্যার অ্যানালিস্ট এবং সফটওয়্যার প্রকৌশলী বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
কাজের সুযোগ
সফটওয়্যার ডেভেলপারের কাজের ক্ষেত্র বেশ বৈচিত্র্যময়। দিন দিন কাজের সুযোগ বাড়ছে। একটা সময় ছিল যখন বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা অথবা তথ্য একটা নির্দিষ্ট জায়গায় জমা রাখার কোনো ব্যবস্থা ছিল না। এখন নিরাপত্তা কাঠামো ডিজাইন, তথ্য সংরক্ষণ, উপস্থিতির জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করাÑ এই জাতীয় বিবিধ কাজের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রয়োজন।
দায়িত্ব
সফটওয়্যার ডেভেলপারের কাজের ধরনেও বেশ বৈচিত্র্য লক্ষ করা যায়। এ ক্ষেত্রে কাজের ধরন প্রতিষ্ঠানসাপেক্ষ হলেও একজন সফটওয়্যার ডেভেলপারকে যেসব কাজ করতে হয় তা হলোÑ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, ই-কমার্সের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান বের করা, প্রতিষ্ঠানের সিস্টেম ডেভেলপ করা, উপস্থিতির জন্য ফিঙ্গারপ্রিন্ট, সফটওয়্যার এবং অন্যান্য সিস্টেম ডেভেলপ করা, প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য বিন্যাসের বিষয় মনিটর করা।
যোগ্যতা
সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজের প্রাথমিক যোগ্যতা ধরা হয় যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা সফটওয়্যার ডেভেলপারিংয়ে স্নাতক।
দক্ষতা ও জ্ঞান
প্রোগ্রামিং নিয়ে সম্যক ধারণা থাকতে হবে; লজিক তৈরির পরিষ্কার ধারণা থাকা আবশ্যক। প্রোগ্রামিং এবং লজিক তৈরি এই দুটি দক্ষতা একজন ভালো সফটওয়্যার ডেভেলপারের জন্য প্রাথমিক একটি প্রয়োজনীয়তা; আপনার প্রতিষ্ঠান যে ধরনের প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজে কাজ করে সেই নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনাকে পরিষ্কারভাবে জানতে হবে এবং এই ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারদর্শী হতে হবে। এছাড়া আনুষঙ্গিক সব বিষয়ে পর্যাপ্ত দক্ষতা ও জ্ঞান থাকা জরুরি।
আয়-রোজগার
প্রথম পর্যায়ে একজন সফটওয়্যার ডেভেলপারের মাসিক আয় সাধারণত ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়। এ ক্ষেত্রে মাসিক আয় কাজসাপেক্ষ হওয়ার পাশাপাশি দক্ষতার ওপরও নির্ভর করে। দক্ষতার সঙ্গে সঙ্গে মাসিক আয়ের পরিমাণ বেশ দ্রুত বৃদ্ধি পায়।

×