ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সিলিকনমুক্ত ট্রানজিস্টর প্রযুক্তি

আশিকুর রহমান

প্রকাশিত: ১৯:২০, ২৮ মার্চ ২০২৫

সিলিকনমুক্ত ট্রানজিস্টর প্রযুক্তি

প্রসেসরের পারফরম্যান্স বৃদ্ধি এবং শক্তি খরচ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে চীনের তৈরি সিলিকন-মুক্ত ট্রানজিস্টর। নতুন এই ট্রানজিস্টর তৈরি করতে সিলিকনের বদলে বিসমাথ ব্যবহার করেছেন চীনের বিজ্ঞানীরা।

সিলিকন-মুক্ত ট্রানজিস্টর
গবেষকেরা যেটি তৈরি করেছেন, তা হলো গেট-অল-অ্যারাউন্ড ফিল্ড-এফেক্ট ট্রানজিস্টর (জিএএএফইটি)। পূর্ববর্তী ট্রানজিস্টর ডিজাইন যেমন: ফিন ফিল্ড-এফেক্ট ট্রানজিস্টরের (ফিনএফইটি) তুলনায় জিএএএফইটি ট্রানজিস্টর তিনটির বদলে চারদিকের গেট দিয়ে সোর্সগুলোকে মোড়ানো হয়।
বিসমাথ ট্রানজিস্টরের সুবিধা
২ডি বিসমাথ ট্রানজিস্টরটি সিলিকনের তুলনায় কম ভঙ্গুর এবং আরও নমনীয়। গবেষকেরা জানান, বিসমাথ উপাদানটি উচ্চ গতির বিদ্যুৎ চলাচলের জন্য উপযুক্ত এবং এর উচ্চ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট (বৈদ্যুতিক শক্তি সঞ্চয়ের ক্ষমতা) ট্রানজিস্টরের দক্ষতা বাড়াতে সহায়তা করে। সিলিকনের তুলনায় বিসমাথে ইলেকট্রন খুব কম রেজিস্ট্যান্সের মুখোমুখি হয় এবং এটি তাদের চলাচলকে ত্বরান্বিত করে।
চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা
যদিও বিসমাথ ট্রানজিস্টর চিপ তৈরিতে বড় সম্ভাবনা দেখাচ্ছে। তবে এটি তৈরিতে এখনো কিছু চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। বর্তমানে ২ডি বিসমাথ ট্রানজিস্টর তৈরি করতে অত্যন্ত বিশেষায়িত যন্ত্রপাতি এবং কৌশল প্রয়োজন। এর ফলে প্রতিযোগিতামূলক খরচে এসব ডিভাইসের ব্যাপক উৎপাদন কঠিন হয়ে পড়ে। তাই উৎপাদন পদ্ধতি উন্নত করার জন্য কাজ করছেন গবেষকেরা।
সেমিকন্ডাক্টর শিল্পে প্রভাব
বিসমাথ ট্রানজিস্টরের উন্নয়ন সেমিকন্ডাক্টর শিল্পের জন্য গভীর প্রভাব ফেলতে পারে। যদি সফলভাবে বাণিজ্যিকীকরণ করা যায়, সিলিকনভিত্তিক বর্তমান বাজারকে বিপর্যস্ত করতে পারে এবং নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করতে পারে। যেসব কোম্পানি বিসমাথ প্রযুক্তি দ্রুত গ্রহণ করবে, তারা একটি উল্লেখযোগ্য প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করবে। চীনের জন্য বিসমাথ ট্রানজিস্টর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
ইলেকট্রনিকসের বাইরে
কোয়ান্টাম কম্পিউটিংসহ আরও অনেক কিছু বিসমাথ ট্রানজিস্টরের প্রভাব শুধু ঐতিহ্যবাহী ইলেকট্রনিকসের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সবচেয়ে উত্তেজনাপূর্ণ সম্ভাব্য অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি হলো কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম কম্পিউটারগুলো কোয়ান্টাম মেকানিকস নীতির ওপর ভিত্তি করে জটিল গণনা সম্পন্ন করে এবং এর জন্য অত্যন্ত দ্রুত ও সুনির্দিষ্ট উপাদানগুলোর প্রয়োজন হয়।

×