ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

কৃত্রিম ভালোবাসার বাজার এখন ৭০ বিলিয়ন ডলার!

প্রকাশিত: ১৭:১৯, ২৭ মার্চ ২০২৫

কৃত্রিম ভালোবাসার বাজার এখন ৭০ বিলিয়ন ডলার!

প্রতীকী ছবি

কাজের গণ্ডি পেরিয়ে মানুষের প্রেমের দুনিয়াতেও পা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর তাতেই ফুলে ফেঁপে উঠছে এর ব্যবসা। তথ্য বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় গড়ে ওঠা ভালোবাসার এ জগতের বাজার এখন ৭০ বিলিয়ন ডলার।

অবিশ্বাস হলেও সত্যি, পড়াশোনা এবং কাজের গণ্ডিকে ছাড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিচরণ এখন মানুষের আবেগের জগতেও। এআই চ্যাটবটের সাথে সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে ৭০ বিলিয়ন ডলারের বিশাল বাজার। একাকিত্ব কাটাতে এ ধরনের অ্যাপ ডাউনলোড করেছেন ৩৬ মিলিয়ন মানুষ।

এআই ডেটিং প্ল্যাটফর্মে অ্যাপগুলো ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সঙ্গী তৈরি করে দেয়। তারপর শুরু হয় ভালোবাসার অদ্ভুত মনোজগতে রোবটের যাত্রা। এ ধরনের অ্যাপ বর্তমানে সহজলভ্য এবং সহজেই ব্যবহারযোগ্য। চ্যাটবটগুলো ব্যবহারকারীর ক্ষেত্রে পরামর্শক, বন্ধু বা প্রেমিকার ভূমিকা পালন করে।

অন্যদিকে অনলাইন ডেটিং অ্যাপ, যেখানে মানুষ বাস্তব জীবনের জন্যই সঙ্গী খুঁজে বেড়ায়, তার বাজার ছাড়িয়েছে সোয়া ৩ বিলিয়ন ডলারের ঘর। গবেষণা প্রতিষ্ঠার স্ট্যাটিসটা বলছে, সোয়া ২ শতাংশ প্রবৃদ্ধি হারে ২০২৯ সালের মধ্যেই এই বাজার পৌঁছবে পৌনে ৪ বিলিয়নে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=kjudi4Do6i0

রাকিব

×