ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

২৭ লাখ টাকায় মৃত কুকুর জীবিত! 

প্রকাশিত: ১১:০৬, ২৭ মার্চ ২০২৫

২৭ লাখ টাকায় মৃত কুকুর জীবিত! 

ছবি: সংগৃহীত।

২০২২ সালের নভেম্বরে মারা গিয়েছিল জোকার নামে একটি কুকুর। মৃত্যুর সময় তার বয়স ছিল ১১ বছর। প্রিয় পোষ্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছিলেন কুকুরটির মালিক। মানুষ পোষ্যদের সঙ্গে আবেগের টানে অনেক কিছুই করতে পারেন, কিন্তু তাই বলে মৃত পোষ্যকে ‘ফিরিয়ে আনা’! সাংহাইয়ের এক নারী সেটাই করেছেন, আর এ জন্য ব্যয় করেছেন প্রায় ২৭ লাখ টাকা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, জোকারের মৃত্যু মেনে নিতে পারেননি ওই নারী, যার নাম জু। তাই তিনি সিদ্ধান্ত নেন, যে কোনো উপায়ে পোষ্যকে ফিরিয়ে আনবেন। এ জন্য তিনি আশ্রয় নেন ক্লোনিং প্রযুক্তির। তার ক্লোন করা নতুন কুকুরটি আগের জোকারের সঙ্গে এতটাই মিল রেখেছে যে তার মনে হচ্ছে, যেন প্রিয় পোষ্যই ফিরে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্লোনিং করতে জুর খরচ হয়েছে ১ লাখ ৬০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ ৮৩ হাজার ২০০ টাকা।

সংবাদমাধ্যম এসসিএমপিকে জু বলেন, “জোকার আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। আমি তাকে খুব ভালোবেসে বড় করেছিলাম। তার মৃত্যু আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। কিন্তু এখন আমার কোলে আবার ছোট্ট জোকার ফিরে এসেছে। দ্বিতীয়বারের মতো তাকে ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করার সুযোগ পেয়েছি।”

জু তার নতুন পোষ্যের নাম রেখেছেন ‘লিটল জোকার’।

উল্লেখ্য, চীনে প্রথম ক্লোন করা কুকুরের জন্ম হয়েছিল ২০১৭ সালে।

সায়মা ইসলাম

×