ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

৫০টি আলাদা শব্দ ব্যবহার করে নিজেদের মধ্যে কথা বলে মাশরুম!

প্রকাশিত: ২২:৫৭, ২৬ মার্চ ২০২৫

৫০টি আলাদা শব্দ ব্যবহার করে নিজেদের মধ্যে কথা বলে মাশরুম!

ছবি: সংগৃহীত

সম্প্রতি এক নতুন গবেষণায় বলা হয়েছে, মাশরুম বা ছত্রাকরা একে অপরের সঙ্গে ৫০টি আলাদা শব্দ ব্যবহার করে যোগাযোগ করে। এই গবেষণাটি "রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স"-এ প্রকাশিত হয়েছে, যেখানে বিজ্ঞানীরা ছত্রাকের হাইফে বৈদ্যুতিক সংকেতের প্যাটার্ন শনাক্ত করেছেন, যা একটি ভাষার মতো আচরণ করে।

গবেষকরা ছত্রাকের হাইফে ছোট ছোট ইলেকট্রোড ব্যবহার করে বৈদ্যুতিক সংকেত রেকর্ড করেন এবং লক্ষ্য করেন, এই সংকেতগুলি দ্রুত প্রবাহিত হয়ে একাধিক প্যাটার্ন তৈরি করে, যা ৫০টি আলাদা শব্দের মতো হয়ে যোগাযোগ প্রতিষ্ঠা করে। এসব সংকেতের মাধ্যমে ছত্রাকরা খাবারের প্রাপ্যতা বা আঘাতের মতো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে পারে।

এই আবিষ্কারটি ছত্রাকের জটিল জীববৈচিত্রিক নেটওয়ার্কের নতুন দিক উন্মোচন করেছে এবং তাদের পরিবেশের সঙ্গে যোগাযোগের পদ্ধতিতে এক বিপ্লব ঘটাতে পারে। গবেষকরা মনে করছেন, ভবিষ্যতে এই বৈদ্যুতিক সংকেতের প্যাটার্ন ছত্রাকের আচরণ এবং তাদের পরিবেশের প্রতি প্রতিক্রিয়া বোঝার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে।

সূত্র: দি রয়েল সোসাইটি পাবলিশিং

এম.কে.

×