
আজ ২৬ মার্চ, বাঙালি জাতির এক গর্বিত দিন, বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের আজকের দিনে বাঙালি জাতি হাজার বছরের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করেছিল। সারাবিশ্বে যেখানে বাঙালি আছেন, সবাই এই দিনটি শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে উদযাপন করছেন।
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল আজকের দিনটি স্মরণীয় করতে তাদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। গুগলের এই ডুডলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ছে, যা স্বাধীনতা ও জাতীয় দিবসের সম্মানে তৈরি করা হয়েছে। ডুডলটি বুধবার (২৬ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে দেখা যাচ্ছে। গুগল হোমপেজে প্রবেশ করলে, নীল-সাদা আকাশের মধ্যে বাংলাদেশের পতাকা বাতাসে উড়তে দেখা যায় এবং নিচে 'গুগল' লেখা রয়েছে। ডুডলটির ওপর ক্লিক করলে একটি বিশেষ পেজ খুলে যায়, যেখানে লেখা রয়েছে, 'স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!'
এটি গুগলের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের জন্য প্রথম ডুডল নয়। ২০১৩ সালে গুগল প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতা দিবসের জন্য ডুডল তৈরি করেছিল, তখন ছিল স্বাধীনতার ৪৩তম বার্ষিকী। এর আগে গুগল বিজয় দিবসসহ বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসেও বিশেষ ডুডল প্রকাশ করেছে।
বিশেষ দিবসগুলোতে নতুন রকমের ডুডল তৈরি করা গুগলের এক পরিচিত সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। ১৯৯৮ সালে প্রথম বিশেষ ডুডল প্রকাশিত হলেও, ২০০৫ সাল থেকে গুগল নিয়মিতভাবে নতুন নতুন ডুডল তৈরি করে আসছে।
রাজু