ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

ইলন মাস্কের স্টারলিংকের চেয়েও ১০ গুণ গতিসম্পন্ন ইন্টারনেট আনছে চীন!

প্রকাশিত: ২০:৪৮, ২৫ মার্চ ২০২৫

ইলন মাস্কের স্টারলিংকের চেয়েও ১০ গুণ গতিসম্পন্ন ইন্টারনেট আনছে চীন!

ছবি: সংগৃহীত

চীন স্যাটেলাইট-টু-গ্রাউন্ড লেজার প্রযুক্তিতে বৈপ্লবিক অগ্রগতি অর্জন করেছে, যা ইলন মাস্কের স্টারলিংকের চেয়েও ১০ গুণ বেশি গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করতে সক্ষম। দেশটির চ্যাং গুয়াং স্যাটেলাইট টেকনোলজি প্রতিষ্ঠান এবং এর জিলিন-১ কনস্টেলেশন নতুন ১০০ জিবিপিএস ডাটা ট্রান্সমিশন প্রযুক্তি বাস্তবায়ন করেছে, যা স্টারলিংককে উল্লেখযোগ্যভাবে পিছনে ফেলেছে।

বর্তমানে স্টারলিংক স্যাটেলাইট-টু-গ্রাউন্ড লেজার কমিউনিকেশন চালু করেনি, যেখানে চীন ইতোমধ্যেই এই প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার শুরু করেছে। ২০২৭ সালের মধ্যে ৩০০টি স্যাটেলাইটের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে চীনের, যা সারা বিশ্বে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।

এই উন্নত প্রযুক্তির মূল আকর্ষণ হলো ছোট আকৃতির লেজার কমিউনিকেশন টার্মিনাল, যা ব্যাকপ্যাকের সমান আকারের। এগুলো স্যাটেলাইট এবং পৃথিবীর মধ্যে উচ্চগতির ডাটা আদান-প্রদান করতে সক্ষম, এমনকি প্রতিকূল আবহাওয়ার মাঝেও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে।

এই সাফল্যের মাধ্যমে চীন মাত্র এক সেকেন্ডে ১০টি ফুল-এইচডি সিনেমা ডাউনলোড করার ক্ষমতা অর্জন করেছে। বিশেষজ্ঞদের মতে, এটি ৬জি ইন্টারনেট, নেভিগেশন এবং রিমোট সেন্সিং প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা করতে পারে।

এম.কে.

×