ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

ইউটিউবে বড় পরিবর্তন: আসছে সাবস্ক্রিপশন কনটেন্ট ও নতুন ডিজাইন

প্রকাশিত: ১৮:৫৫, ২৫ মার্চ ২০২৫

ইউটিউবে বড় পরিবর্তন: আসছে সাবস্ক্রিপশন কনটেন্ট ও নতুন ডিজাইন

ভিডিও স্ট্রিমিংয়ের জগতে আরও আধুনিক অভিজ্ঞতা দিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে ইউটিউব। জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মটি নতুন ডিজাইন এবং সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্টের দিকে গুরুত্ব দিতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ইউটিউব তৃতীয় পক্ষের নির্মিত কনটেন্ট যুক্ত করার পরিকল্পনা করছে।

বর্তমানে ইউটিউব ব্যবহারকারীদের অনেকেই একের পর এক বিজ্ঞাপন দেখে বিরক্ত হচ্ছেন। বিজ্ঞাপননির্ভর মডেল থেকে সরে গিয়ে বিকল্প আয়ের উৎস খুঁজতেই ইউটিউব আবারও তাদের ‘প্রাইমটাইম চ্যানেলস’ সেবা সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে। নতুন নকশায় ইউটিউব অ্যাপের বিন্যাস হতে পারে নেটফ্লিক্স বা ডিজনি প্লাসের মতো, যেখানে বিভিন্ন অনুষ্ঠান সিরিজ আকারে সারিবদ্ধভাবে উপস্থাপিত হবে।

বিশেষ করে সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট আরও দৃশ্যমান করতে এবং দর্শকের ব্রাউজিং অভিজ্ঞতা স্বাভাবিক রাখতে এই পরিবর্তনগুলো আনা হচ্ছে।

ইউটিউবের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক কার্ট উইলমস বলেন, "আমাদের লক্ষ্য, যেই ধরনের কনটেন্ট বা ব্যবসার মডেলই হোক না কেন, ইউটিউবে যেন সব একত্রে পাওয়া যায়।"

নতুন এই বিন্যাসের আরেকটি দিক হলো— ইউটিউব কনটেন্ট নির্মাতারা এখন তাদের ভিডিও পর্ব ও সিজনের ভিত্তিতে নির্দিষ্ট শো পেজে সাজাতে পারবেন, যা দর্শকদের জন্য আরও সহজ ও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করবে।

রাজু

×